Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টানা তৃতীয়বারের মতো জার্মান কাপের ফাইনালে বায়ার্ন


১১ জুন ২০২০ ১২:৪৭

করোনা পরবর্তী সময়ে প্রথম ফুটবল শুরু হয় জার্মানিতে, বুন্দেস লিগা শুরু হতেই গোলের খাতা খুলে বসেন রবার্ট লেভান্ডফস্কি। লিগের পাশাপাশি জার্মান কাপেও নিজের গোলের ধারা ধরে রেখেছেন পোলিশ এই স্ট্রাইকার। বুধবার (১০ জুন) রাতে এনট্রাখট ফাঙ্কফুর্টকে ২-১ ব্যবধানে হারিয়ে জার্মান কাপের ফাইনাল নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ।

এ নিয়ে টানা তৃতীয়বারের মতো জার্মান কাপের ফাইনালে ওঠলো তারা। গত আসরে লিপজিগকে হারিয়ে শিরোপা জিতেছিল বায়ার্ন। তবে এবার যেন ফাইনালে ওঠার পথে প্রতিশোধই নিল জার্মান জায়ান্টরা। ২০১৭/১৮ মৌসুমে বায়ার্নকে ৩-১ ব্যবধানে হারিয়ে জার্মান কাপ জিতেছিল ফ্রাঙ্কফুর্ট।

বিজ্ঞাপন

ম্যাচের শুরু থেকে আধিপত্য ধরে রেখে খেলতে থাকা হ্যান্স ফ্লিকের শিষ্যদের প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয় মাত্র ১৪ মিনিট পর্যন্ত। ইন্টার মিলান থেকে বায়ার্ন মিউনিখে নাম লেখানো ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান প্যারিসিচ বাভারিয়ানদের হয়ে প্রথম গোল করেন। প্রথমার্ধে ১-০’তে এগিয়ে থেকেই বিরতিতে যায়।

বিরতি থেকে ফিরে অবশ্য কিছুটা প্রতিরোধ গড়ে তোলে ২০১৮ সালের জার্মান কাপ চ্যাম্পিয়নরা। ৬৯ মিনিটে দা কস্তা গোল করে ফ্রাঙ্কফ্রুটকে সমতায় ফেরান। তবে লেভান্ডফস্কি’র খেলা তখনও বাকি, ম্যাচের ৭৪ মিনিটে জশুয়া কিমিচের অ্যাসিস্ট থেকেগোল করেন লেভান্ডফস্কি। চলতি মৌসুম ২০১৯-২০২০’এ এ নিয়ে সব প্রতিযোগিতায় বায়ার্নের জার্সিতে ৩৯ ম্যাচে ৪৫ গোল করলেন এই পোলিশ স্ট্রাইকার।

আগামি ৪ জুলাই বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে জার্মান কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনালে বাভারিয়ানরা মুখোমুখি হবে বায়ার লেভারকুজেনের। সেমি ফাইনালে লেভারকুজেন চতুর্থ বিভাগের দল সারব্রুকেনকে ৩-০ গোলে হারিয়েছিল। অন্যদিকে বুন্দেসলিগায় আর মাত্র দুই ম্যাচ জিতলেই টানা অষ্টমবারের মতো শিরোপা ঘরে তুলবে বায়ার্ন। গত ২১ ম্যাচের মধ্যে ২০ ম্যাচ অপরাজিত তারা।

বিজ্ঞাপন

জার্মান কাপ বায়ার্ন মিউনিখ রবার্ট লেভান্ডফস্কি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর