মেসি থাকতেই জাভিকে বার্সায় চান ইতো
১১ জুন ২০২০ ১৯:০৫
গত ডিসেম্বর-জানুয়ারিতে বার্সেলোনার কোচ হওয়ার দৌড়ে জাভি হার্নান্দেজের নাম খুব আলোচিত হচ্ছিল। আর্নেস্টো ভালভার্দেকে বিদায়ের পর স্প্যানিশ কিংবদন্তিকেই কোচ হিসেবে চাইছিল বার্সা। তবে জাভি ‘এখনো সেই যোগ্যতা হয়নি’ বলে ফিরিয়ে দিয়েছিলেন। বার্সেলোনার সাবেক তারকা স্ট্রাইকার স্যামুয়েল ইতো বললেন, জাভি কোচ হয়ে বার্সায় ফিরতে চাইলে বেশি দেরি করা উচিত নয়। লিওনেল মেসি থাকা অবস্থাতেই জাভির বার্সার কোচ হওয়া উচিত বলেছেন ক্যামেরুনিয়ান তারকা।
জাভি প্রফেশনাল ক্যারিয়ারের প্রায় পুরোটাই বার্সার জার্সিতে ফুটবল খেলেছেন। ১৯৯৭ সালে বার্সার ‘বি’ দলে অভিষেক, আর এরপর ১৮ বছর বার্সায় কাটানোর পর ২০১৫ সালে ক্লাবটি ছাড়েন। তারপর কাতারের আল-সাদিদে কিছুদিন খেলে সেই ক্লাবেই কোচের দায়িত্ব পালন করছেন। আল-সাদিদে কোচ হিসেবে দারুণ করছেন বলেই জাভিকে ফেরাতে চাইছে বার্সেলোনা। কদিন আগে স্প্যানিশ কিংবদন্তি অবশ্য নিজেও বলেছেন, একদিন মেসি-নেইমারের কোচ হতে চান। ইতো চাইছেন, এই সময়টা জলদিই আসুক।
ইতো বলেন, ‘আমি জাভিকে বলেছি, যাই ঘটুক না কেন তাকে বার্সায় ফিরতে হবে। একই সঙ্গে এটাও বলেছি যে সেখানে মেসি থাকতে থাকতেই ফিরতে হবে তাকে। সে মেসির সঙ্গে খেলেছে। এটা জাভির কাজটাকে আরও সহজ করে দেবে।’
মেসির সঙ্গে দারুণ বন্ধুত্বও জাভির। বার্সেলোনার সিনিয়র দলে লিওনেল মেসির অভিষেক ২০০৫ সালে। জাভি তখন বার্সেলোনার মহাতারকা। আরেক স্প্যানিশ কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তা এবং লিওনেল মেসিকে সঙ্গে নিয়ে অবিস্মরণীয় ত্রয়ী গড়ে তুলেছিলেন। শুধু বার্সেলোনা সমর্থকরা নয়, ফুটবলপ্রেমিরাও বিস্ময়কর জাভি-মেসি-ইনিয়েস্তা ত্রয়ীকে মনে রাখবে অনন্তকাল।
বার্সেলোনার বর্তমান ও ভবিষ্যত নাম্বার নাইন নিয়েও কথা বলেছেন ইতো। ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত নয় নম্বর জার্সি পরে বার্সেলোনার হয়ে ১৯৯ ম্যাচ খেলে ১৩০ গোল করেছেন ক্যামেরুন তারকা। এখন তার জার্সিটি পরছেন লুইস সুয়ারেজ। উরুগুইয়ান তারকার বিষয়ে ইতো বলেন, ‘আমি সুয়ারেজকে পছন্দ করি। বার্সেলোনায় সে অসাধারণ সব ইতিহাস তৈরি করছে। এমন একটি ক্লাবের হয়ে খেলতে পেরে আমরা দুজনেই ভাগ্যবান।’
সুয়ারেজের সম্ভাব্য বিকল্প হিসেবে আর্জেন্টিনার তরুণ তারকা লটারো মার্টিনেজকে ভাবা হচ্ছে। এই গ্রীষ্মেই লটারোকে দলে ভেড়াতে চায় কাতালানরা। ইতো মনে করিয়ে দিলেন, নতুনদের আগমনে গ্রেটদের ভুলে গেলে চলবে না, ‘লটারো ভালো করছে। কিন্তু মানুষের সাম্প্রতিক ইতিহাস ভুলে যাওয়ার একটা প্রবণতা আছে। লুইস বার্সার ইতিহাস গড়ায় ভূমিকা রেখেছে। এটা আমাদের স্বীকার করতেই হবে। আমি এটা বলতে চাইছি না যে নতুন খেলোয়াড়দের দূরে সরিয়ে রাখতে হবে। তবে আপনি গ্রেটদের ভুলতে পারবেন না।’