সাকিবকে নিজের সেরা তালিকায় রাখেননি টম মুডি
১৩ জুন ২০২০ ১২:৩৩
পরিসংখ্যান কিংবা মাঠের পারফরম্যান্স যেদিক দিয়েই বিচার করা হোক না কেন সাকিব আল হাসান বিশ্বের সেরা অলরাউন্ডার অকপটে স্বীকার করে নিতে বাধ্য যেকেউই। ক্রিকেটের তিন ফরম্যাটেই সেরা অলরাউন্ডারের তালিকায় সাকিবের নাম সবার উপরেই আছে বর্তমান সময়ে। তবে সাকিবকে নিজের পছন্দের সেরা অলরাউন্ডারদের সংক্ষিপ্ত তালিকায় রাখেননি টম মুডি।
আইপিএলে সাকিব আল হাসান খেলেছেন টম মুডির সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। তবে তাতেও মুডির মন গলাতে পারেননি সাকিব। কিংবা তার বিশ্বকাপের কিংবদন্তী সমতুল্য পারফম্যান্সও হয়তো আকৃষ্ট করে মুডিকে। তাই তো এক পডকাস্টে ওয়েস্ট ইন্ডিজ গ্রেট ইয়ান বিশপের সঙ্গে কথা বলতে গিয়ে তিন ফরম্যাটের তিনজন করে অলরাউন্ডার বাছাই করলেও একটি ফরম্যাটেও সাকিবকে রাখেননি তিনি।
মুডির প্রিয় অলরাউন্ডারদের তালিকায় জায়গা করে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, অস্ট্রেলিয়ার সাবেক তারকা শেন ওয়াটসনর। এ ছাড়া ওয়াটসন আর জ্যাক ক্যালিসকে দুটি ফরম্যাটের দলেই রেখেছেন তিনি। তবে সাকিবকে কোনো ফরম্যাটে রাখার প্রয়োজনীয়তা অনুভব করেননি মুডি।
মুডির চোখে টেস্টের সর্বকালের সেরা তিন অলরাউন্ডার-দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, ওয়েস্ট ইন্ডিজের স্যার গ্যারি সোবার্স এবং পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান।
টি-টোয়েন্টিতে মুডির পছন্দের তিন অলরাউন্ডার ক্যারিবিয়ান আন্দ্রে রাসেল, অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন এবং পাকিস্তানের শহিদ আফ্রিদি। আর ওয়ানডেতে মুডি বেছে নিয়েছেন ল্যান্স ক্লুজনার, জ্যাক ক্যালিস এবং শেন ওয়াটসনকে। যেখানে পরিসংখ্যানের বিচারে এই তালিকার বেশিরভাগকেই ছাড়িয়ে গেছেন সাকিব।
নিষেধাজ্ঞায় পড়ার আগে সাকিব বিশ্বকাপে খেলেছিলেন দুর্দান্ত। অলরাউন্ডার হিসেবে এমন অলরাউন্ড পারফরম্যান্স করতে দেখেনি বিশ্ব। হোক সে দক্ষিণ আফ্রিকান গ্রেট জ্যাক ক্যালিস কিংবা ল্যান্স ক্লুজনারও। ব্যাট হাতে ইংল্যান্ড বিশ্বকাপে সাকিবের পারফরম্যান্স ছিল চোখ ধাঁধানো।
ইংল্যান্ড বিশ্বকাপে সাকিবের দু’টি শতকের সঙ্গে রয়েছে ৫টি অর্ধশতকও। বিশ্বকাপে সাকিব খেলেছিলেন ৮টি ম্যাচ আর যার মধ্যে ৭টিই অর্ধশতক পেরুনো ইনিংস। ৮৬ দশমিক ৫৭ গড়ে সাকিবের মোট রান ছিল ৬০৬। যেখানে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস ছিল অপরাজিত ১২৪। আর বল হাতে সাকিব ৮ ম্যাচে নিয়েছিলেন ১১টি উইকেট।