নাসিমের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক
১৩ জুন ২০২০ ১৬:৫৫
স্পোর্টস করেসপন্ডেন্ট
ঢাকা: দেশের সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের মুখপাত্র মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল।
শনিবার বিকেলে (১৩ জুন) এক শোকবার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন , ‘মোহাম্মদ নাসিমের মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে যে বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে তা অপূরণীয় । তাঁর পিতা শহীদ ক্যাপ্টেন এম মুনসুর আলী ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এবং জাতীয় চার নেতার একজন। পিতার যোগ্য উত্তরসূরী হিসেবে বাংলাদেশকে একটি স্বাধীন, স্বার্বভৌম রাষ্ট্রগঠনসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অগ্রণী ভূমিকা বাঙ্গালি জাতি চিরকাল স্মরণে রাখবে।’
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এবং গাজীপুরের সর্বস্তরের জনগনের পক্ষ থেকে তার পরিবার-পরিজনসহ সকলকে গভীর সমবেদনা জানাচ্ছি।’
টানা দুই সপ্তাহ হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ে আজ সকালে মোহাম্মদ নাসিম না ফেরার দেশে পাড়ি জমান।
সারাবাংলা/জেএইচ
মোহাম্মদ নাসিম যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার শোক