Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের ফুটবলারদের জন্য ‘ফুটবলার সালাউদ্দিনের’ উপদেশ


১৩ জুন ২০২০ ১৭:৪৬

স্পোর্টস করেসপন্ডেন্ট
ঢাকা: লিগ বাতিল। দেশের ফুটবলারদের ব্যস্ততা নেই। কবে খেলা মাঠে ফিরবে তারও কোন নিশ্চয়তা নেই। বাসায় বসে বসেই দিন কাটাচ্ছেন ফুটবলাররা। অবশ্য জাতীয় দলের ফুটবলারদের জন্য বিশ্বকাপ বাছাইপর্বের একটা চ্যালেঞ্জ আছে। কোয়ারেন্টাইনে থাকা দেশের সব ফুটবলারদের বার্তা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন।

তবে সংগঠক হিসেবে নয় ফুটবলার সালাউদ্দিন উল্লেখ করে দেশের ফুটবলারদের প্রতি উপদেশ দিয়েছেন বাফুফে বস।

বিজ্ঞাপন

শনিবার বিকেলে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আজকে আমি কাজী মোঃ সালাহউদ্দিন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে নয়, আমি একজন স্বাধীনবাংলা ফুটবল দলের খেলোয়াড়, সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড়, আবাহনী ও মোহামেডানের খেলোয়াড়, আবাহনীর অধিনায়ক, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও জাতীয় ফুটবল দলের প্রশিক্ষক হিসেবে কথাগুলো বলছি।’

ফিটনেস ধরে রাখতে অনুশীলন চালিয়ে যাওয়ার পরামর্শ সালাউদ্দিনের, ‘আমার একটা ছোট উপদেশ থাকবে বাংলাদেশের ইয়ং এবং জাতীয় দলের খেলোয়াড়দের কাছে। করোনা ভাইরাসের কারণে আজ ২/৩ মাস যাবৎ ফুটবল খেলা বন্ধ আছে, আমার উপদেশ থাকবে তাদের কাছে ভোর বেলা যখন জনগণের চলাচল কম থাকে, বিশেষ করে ভোর ৬.০০ টার দিকে প্রতিদিন ১০ হতে ১২ মাইল জগিং করে তারপর ফিজিক্যাল এক্সারসাইজ, জিম ও ছোট জায়গায় নিজেই ফুটবল অনুশীলন যেন করে।’

নিজের ফুটবলার ক্যারিয়ারের অভিজ্ঞতা বিনিময় করে তিনি বলেন, ‘৩ মাস ৪ মাস হয়ে গেছে তোমরা ফুটবল খেলছো না, এতে তোমাদের কোয়ালিটি অনেক নেমে যাবে। আমি আমার নিজের জীবন থেকে বলছি যখন বড় হচ্ছিলাম ৬৯/৭০ সালের দিকে তখন দেশে অনেক হরতাল/কারফিউ হতো, তখন আমি আমার বাড়ীর পিছনে লনে প্রায় ৩/৪ ঘণ্টা অনুশীলন করতাম। পরবর্তীতে যখন ফুটবল খেলা শুরু হলো তখন আমার মনে হয়নি আমি খেলার বাহিরে ছিলাম। এই উপদেশটা আমি ইয়ং এবং সিনিয়র খেলোয়াড়দের দিচ্ছি।’

বিজ্ঞাপন

ফুটবল ক্যারিয়ারের কথা মাথায় রেখে ফিটনেসে কাজ করার তাগিদ দেন সালাউদ্দিন, ‘লীগ তো শুরু হবে আজ, না হয় কাল, না হয় দুদিন পরে। ফুটবল ক্যারিয়ারটি কিন্তু অনেক শর্ট। আপনি যেন আপনার ক্যারিয়ারটি ধরে রাখতে পারেন, ফুটবল খেলে সবাইকে পরিচিতি দিতে পারেন। সবাই ভালো থাকবেন, নিজেকে প্রটেক্ট রাখবেন। ধন্যবাদ।’

সারাবাংলা/জেএইচ

কাজী সালাউদ্দিন ফুটবলার

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর