ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক
১৪ জুন ২০২০ ০২:৩৮
স্পোর্টস করেসপন্ডেন্ট
ঢাকা: ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মোঃ জাহিদ আহসান রাসেল।
এক শোকবার্তায় আজ প্রতিমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
শোকবার্তায় গোপালগঞ্জে আওয়ামী লীগের রাজনীতিতে মরহুম শেখ আব্দুল্লাহ’র অবদানের পাশাপাশি বিশ্ব ইজতেমা আয়োজনে তার ধারাবাহিক অবদানের কথা কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
হৃদ রোগে আক্রান্ত হয়ে শনিবার রাতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা গেছেন ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
শেখ মো. আব্দুল্লাহর জন্ম ১৯৪৫ সালের ৮ সেপ্টেম্বর, গোপালগঞ্জ জেলার কেকানিয়া গ্রামে। বাবা শেখ মো. মতিউর রহমান, মা মোসাম্মৎ রাবেয়া খাতুন। চার ভাই তিন বোনের মধ্যে তিনি দ্বিতীয়। স্থানীয় গওহরডাঙ্গা হাফেজিয়া মাদরাসায় পড়ালেখা শুরু। কর্মজীব শুরু সুলতানশাহী কেকানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে। পরে অ্যাডভোকেট হিসেবে গোপালগঞ্জ ও ঢাকায় আদালতে প্র্যাকটিস শুরু করেন।
ছাত্রজীবন থেকেই রাজনীতিতে যুক্ত হন শেখ আব্দুল্লাহ। যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির নেতৃত্বে তিনি আওয়ামী যুবলীগে যোগ দেন। এসময় তিনি বঙ্গবন্ধুর সরাসরি তত্ত্বাবধানে গঠিত গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। ছেষট্টির ছয় দফা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন তিনি।
শেখ মো. আব্দুল্লাহ দীর্ঘ দিন ধরে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের সম্মানিত গভর্নর হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছিলেন। ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত অগ্রণী ব্যাংক লিমিটেডের পরিচালকের দায়িত্ব পালন করেন তিনি।
সারাবাংলা/জেএইচ
ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ মৃত্যু যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল শোক