Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গায়ে বল ফেলে জরিমানার মুখে লায়ন


৫ মার্চ ২০১৮ ১৯:০৭

সারাবাংলা ডেস্ক

আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা গুণতে হতে পারে অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়নকে। ইতোমধ্যেই ম্যাচ রেফারির কাছ থেকে সতর্কবার্তা পেয়েছেন ৩ উইকেট পাওয়া লায়ন।

দক্ষিণ আফ্রিকাকে প্রথম টেস্টে ১১৮ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের চতুর্থ দিন ১ বল মোকাবেলা করে রানআউট হন প্রোটিয়া তারকা এবিডি ভিলিয়ার্স। ডেভিড ওয়ার্নারের থ্রো থেকে বল ধরে ভিলিয়ার্সকে রান আউট করেন লায়ন।

এ সময় নিজের উইকেট বাঁচাতে ড্রাইভ দেন ভিলিয়ার্স। তবে, শেষ রক্ষা হয়নি। মাটিতে শুয়ে পড়লেও লায়নের হাত থেকে বাঁচতে পারেননি ভিলিয়ার্স। স্ট্যাম্প ভেঙে দিয়ে উইকেটে শুয়ে থাকা ভিলিয়ার্সের গায়ে বল ফেলেন লায়ন।

গায়ে বল ফেলার এই ঘটনায় লায়নকে ‘লেভেল-১’ সতর্কবার্তা দিয়েছেন ম্যাচ রেফারি জেফ ক্রো। লায়নের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা হতে পারে। পাশাপাশি তার নামের পাশে যোগ হতে পারে দুই ডিমেরিট পয়েন্ট।

লায়ন অবশ্য চতুর্থ দিনের খেলা শেষেই রাতে ভিলিয়ার্সের কাছে গিয়ে ক্ষমা চান। জানান, তিনি ইচ্ছাকৃতভাবে গায়ে বল ফেলেননি। কিন্তু, ভিডিওতে দেখা গেছে ইচ্ছাকৃতভাবেই তিনি ভিলিয়ার্সের গায়ে বল ফেলেছেন।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর