মার্সেলোর গোল জর্জ ফ্লয়েডের জন্য
১৫ জুন ২০২০ ১২:৫৯
দীর্ঘ তিন মাস পর মাঠে নামলেও পেয়ে যে মরিচা ধরেনি তা দেখিয়ে দিলেন রিয়াল মাদ্রিদের ফুটবলাররা। গুনে গুনে তিনটি গোল করে ম্যাচ জিতেছে লস ব্ল্যাঙ্কোসরা। এর মধ্যে তৃতীয় গোলটি করেছেন ব্রাজিলিয়ান লেফট ব্যাক মার্সেলো। আর সেই গোল করেই বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হাঁটু গেড়ে বসে গোলের উদযাপন করেন মার্সেলো। আর সেই সঙ্গে জর্জ ফ্লয়েডকে তার গোলটি উৎসর্গ করেন মার্সেলো।
করোনাভাইরাস মধ্যবর্তী সময়েই গত ১১ জুন মাঠে গড়িয়েছে স্প্যানিশ লা লিগা। আর এর ঠিক তিন দিন পর রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় রিয়াল মাদ্রিদ মাঠে নামে এইবারের বিপক্ষে। তবে খেলাটি ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে হওয়ার কথা থাকলেও মাঠের সংস্করণের জন্য নিজেদের অনুশীলন মাঠ আলফ্রেড ডি স্টেফানো স্টেডিয়ামে খেলে রিয়াল।
ম্যাচের মাত্র ৪ মিনিট গড়াতেই এইবারের ডি বক্সের বাইরে টনি ক্রুসকে বল পাস দেন করিম বেঞ্জেমা। আর ডি বক্সের বাইরে বল পেয়ে দূরপাল্লার শটে গোল করেন জার্মান মিড ফিল্ডার। এখানেই শেষ নয়, সেটা যেন ছিল জ্বলে ওঠার শুরু। এরপর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে রিয়াল।
এরপর ম্যাচের ৩০ মিনিটে এডেন হ্যাজার্ডের দুর্দান্ত এক অ্যাসিস্টে অনেকটা ফাঁকা পোস্টেই বল জালে জড়ান সার্জিও রামোস। দুই গোলে এগিয়ে থাকা রিয়াল গোলের ব্যবধান আরও বাড়ানোর জন্য মরিয়া হয়ে পড়ে। ২য় গোলের মাত্র মিনিটে সাতেক পরে গোল করেন মার্সেলো। আর তাতেই প্রথমার্ধেই ৩-০’তে এগিয়ে থেকে বিরতিতে যায় লস ব্ল্যাঙ্কোসরা।
আর গোল করেই উদযাপন করতে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়েন মার্সেলো। আর ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ মুভমেন্টের সমর্থন করেন মার্সেলো। এর আগে এই আন্দোলনে নিজেদের একাত্মতা ঘোষণা করেন রিয়াল মাদ্রিদের সকল ফুটবলাররা।
বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ মার্সেলো রিয়াল মাদ্রিদ স্প্যানিশ লা লিগা হাঁটু গেড়ে প্রতিবাদ