Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএলের বদলে এশিয়া কাপ নিয়ে ভারতের ক্ষোভ


১৫ জুন ২০২০ ১৩:৫৩

ক’দিন আগেই ঢালাও ভাবে প্রচারিত হলো এবারের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড। জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছিল লংকায় বসতে যাচ্ছে এশিয়া কাপের বারের আসর। তবে তাতেই যেন পানি ছিটিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে শ্রীলঙ্গায় এশিয়া কাপ আয়োজনের ব্যাপারে কোনো কথা হয়নি বলে জানিয়েছে  বিসিসিআই।

গত সপ্তাহে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়ে সভা অনুষ্ঠিত হয়। এরপ শ্রীলংকা ক্রিকেট বোর্ডের (এসএলসি) প্রধান শাম্মি সিলভা গণমাধ্যমকে জানিয়েছিলেন, তাদের দেশে এশিয়া কাপ আয়োজনের ব্যাপারে সম্মতি দিয়েছে এসিসি। আর এসএলসিকে নাকি এই প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিজ্ঞাপন

শাম্মি সিলভা বলেন, ‘করোনাভাইরাস পরিস্থিতির কারণে পাকিস্তানে এবারের এশিয়া কাপ আয়োজন নিয়ে সন্দেহ রয়েছে। আয়োজক পিসিবি’র সঙ্গে আমাদের কথা হয়েছে। ভিডিও কনফারেন্স এই আলাপে আমাদের প্রস্তাবে (এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব) তারা সাড়া দিয়েছে।’

আর শাম্মি সিলভার এমন বক্তব্যের পরেই আপত্তি জানিয়েছে বিসিসিআই। তারা পরিস্কারভাবে জানিয়ে দিয়েছে এখন পর্যন্ত এশিয়া কাপ নিয়ে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই ধরনের বিভ্রান্তিমূলক খবর ছড়ানো নিয়ে তীব্র ক্ষোভও প্রকাশ করে তারা।

এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, ‘আমাদের কোনো ধারণাই নেই এই ধরনের সংবাদ কোত্থেকে আসলো। আমরা বিস্মিত যে এই ধরনের সংবাদগুলো কি করে এত দ্রুত ছড়ালো। বিসিসিআই সরাসরি জানাতে চায় যে এসিসি মিটিংয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই ব্যাপারটি নিয়ে ব্যাখ্যা দিতে দিতে বিসিসিআই এখন ক্লান্ত। এর আগে জিম্বাবুয়ে এবং শ্রীলংকায় সফর নিয়ে একটি ইস্যু তৈরি হয়েছিল এবং বিসিসিআইকে একটি বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে হয়েছে।’

বিজ্ঞাপন

অন্যদিকে আইপিএল’র টুর্নামেন্টটির গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান বিজেশ প্যাটেল বললেন, ‘যেভাবেই হোক আইপিএল আয়োজন করতে চায় ভারত, আইপিএল আয়োজনে আমরা সেপ্টেম্বর-অক্টোবরের উইন্ডোর দিকে তাকিয়ে আছি। তবে বিষয়টি নির্ভর করছে টি-টোয়েন্টি বিশ্বকাপ বিষয়ে আইসিসি’র সিদ্ধান্তের ওপর। অবশ্যই আমরা চলতি বছরে আইপিএল আয়োজন করতে চাই। এই টুর্নামেন্টটা বিশ্বের অন্যতম জমজমাট টুর্নামেন্ট। আমাদের টার্গেট সময়ের আগে আর তিন মাস সময় বাকি। সরকারের অনুমতিও লাগবে। আমরা স্বাস্থ্য মন্ত্রাণালয়ের পরামর্শও নিব।’

আইপিএল এশিয়া কাপ এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআিই)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর