Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সালামা-রুমানাদের বেতন জুনেই


১৫ জুন ২০২০ ১৬:০৮

করোনাভাইরাস এদেশের সংক্রমণের শুরু থেকেই অসচ্ছল ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। কখনো তাদের আর্থিক সহযোগিতার আওতায় এসেছেন অসচ্ছল ছেলে ক্রিকেটাররা, কখনো-বা অসচ্ছল মেয়ে ক্রিকেটাররা। গেল ৩০ মার্চ বিসিবি ঘোষণা দিয়েছিল যেসকল নারী ক্রিকেটার ২০১৮-২০১৯ মৌসুমের জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) খেলেছেন এবং ২০১৯-২০২০ মৌসুমে বিসিবি’র সিলেকশন ক্যাম্পে আছেন তাদের জন্য এক কালীন বিশ হাজার করে প্রনোদনা পাবেন। এবং সেই অর্থ তারা পেয়েছেনও। এবার আরো একটি প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে টাইগার ক্রিকেটের এই সর্বোচ্চ প্রশাসন। বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ১৯ নারী ক্রিকেটারকে এক বছরের বেতন একবারেই দিয়ে দিচ্ছে। এবং সেটা চলতি মাসের মধ্যেই।

বিজ্ঞাপন

বিগত বছরগুলোতে তা কখনো সখনো জুলাইয়ে দিলেও করোনা কারণে সৃষ্ট পরিস্থিতির কথা ভেবে এবছর জুনেই দিয়ে দেওয়ার সকল রকমের পদক্ষেপ নিয়েছে বিসিবি।

রোববার (১৫ জুন) সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন নারী ক্রিকেট দলের অপারেশন্স ইন-চার্জ তওহিদ মাহমুদ।

তিনি জানিয়েছেন, ‘এটা আমাদের একটি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস বলতে পারেন। যারা চুক্তিবদ্ধ প্লেয়ার তাদের তো প্রতিমাসে বেতন দিতে হয়। ছেলে দলের ক্ষেত্রে যেটা হয় ওরা ওদের বেতন প্রতি মাসে নেয়। কিন্তু মেয়েদের বেতন যেহেতু ছেলেদের মতো অত বেশি না তাই ওরা প্রতিমাসে নেওয়ার চেয়ে একবারে নেয় যাতে করে কিছু একটা করতে পারে। এটা আমাদের সবসময়কার প্র্যাকটিস। যখন থেকে নারী দলের যে কজন প্লেয়ারকে চুক্তির আওতায় আনা হয়েছে তখন থেকেই আমরা বছরের বেতন একবারে দিয়ে দেই। আমরা চেষ্টা করছি এবার জুনের মধ্যেই দিয়ে দিতে। কারণ দেশের যে অবস্থা তাতে সবারই টাকা প্রয়োজন। তো আমরা পদক্ষেপ নিয়েছি এবার জুনের মধ্যেই সবার বেতন দিয়ে দিব।’

এদিকে বিসিবি’র মহত এই উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন নারী দলের ওয়ানডে দলপতি রুমানা আহমেদ। সারাবাংলাকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি জানালেন, ‘এটা অবশ্যই আমাদের জন্য খুশির খবর। করোনার সময় যেহেতু খেলাধুলা নেই তাই টাকা পয়সারও টানাপোড়েন আছে। এমন পরিস্থিতিতে জুনেই বেতনটা পেয়ে গেলে সেটা নিশ্চয়ই আমাদের জন্য ভালো খবর।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ নারী ক্রিকেট দল বেতন পাচ্ছেন জুনেই সালমা-রুমানা

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর