সাকিব আছেন সাকলাইন মুশতাকের সেরার তালিকায়
১৫ জুন ২০২০ ১৯:৪৩
ধীর গতিতে রান আপ নিয়ে এগিয়ে এসে যখন বল ছুঁড়ে দিতেন তখন প্রতিপক্ষ ব্যাটসম্যানের মনে বিরাজ করত আতঙ্ক। বলছিলাম পাকিস্তানের জীবন্ত কিংবদন্তি সাকলাইন মুশতাকের কথা। ‘দুসরা’র জনক সাকলাইন যখন এই মরণাস্ত্র আবিষ্কার করলেন তখন সাড়া ফেলে দিয়েছিলেন ক্রিকেট বিশ্বে। পরিবর্তিতে তার দেখানো পথ ধরেই ‘দুসরা’ ব্যবহার করে প্রতিপক্ষকে কাবু করেছেন অনেকেই।
সম্প্রতি পাকিস্তান ক্রিকেটকে এক সাক্ষাৎকার দিয়েছেন কিংবদন্তী এই স্পিনার। সেখানে সাকলাইনের চোখে সেরা স্পিনারের একটি তালিকা করতে বলা হয়। আর কিংবদন্তী এই ক্রিকেটারের সেই তালিকাতেই জায়গা মিলেছে বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের।
অবশ্য কেবল সাকিবকে নিজের তালিকাতেই রাখেননি সাকলাইন, সেই সঙ্গে সাকিবের ভূয়সী প্রশংসাও করেছেন সাকলাইন। সাকিবের প্রশংসার এক পর্যায়ে তিনি সাকিবকে বুদ্ধিমান বোলার হিসেবেও আখ্যা দিয়েছেন। সাকলাইনের এই তালিকায় সাকিব ছাড়া বর্তমান সময়ের আরও তিঞ্জন সেরা স্পিনার আছেন।
সাকলাইনের সেরা চার স্পিনারের মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার নাথান লায়ন, যাকে কিনা সাকলায়েন আখ্যায়িত করেছেন লঙ্গার ভার্সনের ক্রিকেটে বিশ্বসেরা স্পিনার হিসেবে। আছেন বাংলাদেশের সাকিব আল হাসান যিনি কিনা সাবেক এই কিংবদন্তির ভাষ্যমতে খুবই বুদ্ধিমান একজন বোলার। সেই সঙ্গে আরও আছেন ভারতের রবিচন্দ্রন আশ্বিন এবং কুলদ্বীপ যাদব।
সাকলাইন নাথান লায়ন সম্পর্কে বলেন, ‘লঙ্গার ভার্সনে আমার মতে বিশ্বজুড়ে নাথান লায়ন সেরা। সে বড় সব দলের বিপক্ষে সফলতা পেয়েছে এমন কি স্পিনে ভালো খেলা ভারত ও পাকিস্তানের সঙ্গেও তার রেকর্ড ভালো।’
আর বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সম্পর্কে তিনি বলেন, ‘সাকিব আল হাসান খুবই বুদ্ধিমান একজন বোলার। আমি বাংলাদেশে কাজ করার সময় তাকে খুব কাছ থেকে দেখেছি।’