Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নকআউট নিয়মে চ্যাম্পিয়ন্স লিগ, কমেছে ম্যাচ সংখ্যা


১৬ জুন ২০২০ ১৯:২৬

করোনাভাইরাস আতঙ্কের মধ্যে জার্মান বুন্দেসলিগা, স্প্যানিশ লা লিগা ইতোমধ্যেই জমে উঠেছে। ইংলিশ প্রিমিয়ার লিগ ও ইতালিয়ান সিরি ‘আ’ শুরুর অপেক্ষায়। তবে ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। শোনা যাচ্ছে, ম্যাচ সংখ্যা কমিয়ে শেষ করা হবে চ্যাম্পিয়ন্স লিগের বাকি মৌসুম। স্কাই ইতালিয়ার এক প্রতিবদনে বলা হয়েছে এমন কথা।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের খেলা শেষ না হতেই করোনাভাইরাসে ফুটবল বন্ধ হয়ে যায়। অর্থাৎ প্রতিযোগিতাটির এখনো রাউন্ড অব-১৬, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল বাকি। ব্যস্ত মৌসুমে এতো ম্যাচ আয়োজন করা বেশ কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে। আর তাই তো টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল দুই লেগ না করে এক লেগ করার চিন্তা করা হচ্ছে। তেমনটা হলে কমে আসবে মোট ৬টি ম্যাচ। স্কাই ইতালিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৭ জুন) আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত।

বিজ্ঞাপন

নতুন সিদ্ধান্ত অনুযায়ী চ্যাম্পিয়ন্স লিগ মাঠে গড়াবে আগস্টের ১২ তারিখে। তিন দিনেই শেষ হবে কোয়ার্টার ফাইনাল পর্ব। এরপর ১৮ ও ১৯ তারিখে হবে সেমিফাইনাল। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ আগস্ট। অর্থাৎ পুনরায় শুরুর মাত্র ১২ দিনেই শেষ হবে চ্যাম্পিয়ন্স লিগ! টুর্নামেন্টের বাকি সবগুলো ম্যাচই পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত হবে বলে ইতোমধ্যেই নিশ্চিত বলে জানা গেছে। ইউরোপের অন্য লিগগুলোর মতো চ্যাম্পিয়ন্স লিগেও দর্শক নিষিদ্ধ থাকবে। তবে পর্তুগাল সরকার চাইলে বিষয়টি ভিন্ন রকমও হতে পারে।

এক লেগে মৌসুম শেষ করা এবং সব ম্যাচ লিসবনে অনুষ্ঠিত করার সিদ্ধান্ত সবার পছন্দ হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। কদিন আগে বার্সেলোনা কোচ কিকে সেতিয়েন তার দলের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের দাবি তুলেছিলেন। অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ারম্যান বলেছিলেন, এবারের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা তার দলকে দিয়ে দেওয়া দরকার।

উয়েফা চ্যাম্পিয়নস লিগ নক আউট নিয়মে টুর্নামেন্ট নতুন নিয়ম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর