৪০ কর্মী ছাঁটাই, ৪০ মিলিয়ন ডলার বাঁচাল ক্রিকেট অস্ট্রেলিয়ার
১৭ জুন ২০২০ ১৫:৩২
মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বজুড়ে নেমে এসেছে স্থবিরতা। সাধারণ কাজকর্ম থেকে শুরু করে স্পোর্টস ইভেন্ট পর্যন্ত বন্ধ হয়ে আছে সবই। বন্ধ হয়ে আছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে শুরু করে সব দেশের ঘরোয়া ক্রিকেট পর্যন্তও। যার প্রভাবে প্রত্যেকটি ক্রিকেট বোর্ডই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন অবস্থায় কিছু অর্থ বাঁচাতে ৪০ জন কর্মীকে ছাঁটাই করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)!
সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও কেভিন রবার্টসকে অব্যহতি দিয়েছে। আর এরপর এক বিবৃতিতে সিএ জানায়, অর্থ বাঁচাতে নিচের সারির এবং জুনিয়র দলগুলোর সফরও স্থগিত করেছে তারা। সবমিলিয়ে ৪০ মিলিয়ন ডলার অর্থ বাঁচিয়েছে সিএ।
কেভিন রবার্টসকে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের সিইও এর পদ থেকে সরিয়ে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে নিক হকলিকে। কিছুদিন ধরেই গণমাধ্যমে খবরের ছড়াছড়ি চাকরি হারাচ্ছেন ক্রিকেট অস্ট্রেলিয়া-সিএ’র প্রধান নির্বাহী কেভিন রবার্টস। আর গুঞ্জন উঠেছিল বুধবার (১৭ জুন) এই ঘোষণা আসতে পারে। তবে এর মধ্যেই নিজেদের ক্রিকেট বোর্ডের নতুন সিইও’র নাম ঘোষণা করেছে সিএ। ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নিক হকলিকে।
অস্ট্রেলিয়ান গণমাধ্যম অবশ্য বলছে কেভিন রবার্টস পদত্যাগ করেছেন। তবে কিছু কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। করোনাভাইরাসের মধ্যবর্তী সময়ে ক্রিকেট বোর্ড পরিচালনায় ব্যর্থ হওয়াতেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। করোনার সময় ক্রিকেট অস্ট্রেলিয়ার আর্থিক দিক ভালো থাকা স্বত্বেও, রবার্টসের কথাবার্তায় মনে হতো, অস্ট্রেলীয় ক্রিকেটের যায় যায় অবস্থা। এমনকি তিনি আর্থিক ক্ষতি কমাতে বোর্ড কর্মকর্তাদের বেতনের ২০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন।
সিএ চেয়ারম্যান ইয়ার্ল এডিংস বলেন, ‘আমরা বুঝতে পারছি এটা অস্ট্রেলিয়ার ক্রিকেটের জন্য কঠিন এক সময়। এই পরিস্থিতির শিকার হতে হয়েছে অনেক কর্মকর্তাকে। যা তাদের পারবারের ওপরেও বড় প্রভাব ফেলবে। আমরা নিজেদের দায়িত্ব সম্পর্কে পরিষ্কার। এই মুহূর্তে আমাদের পথ খুঁজে বের করতে হবে কিভাবে এই অবস্থা থেকে বের হয়ে আসা যায়। নিশ্চিত করতে হবে কি করে স্বল্প মেয়াদে টেকসই এবং দীর্ঘমেয়াদে সমৃদ্ধ হওয়া যায়।’ আরও যোগ করেন তিনি।’
অন্তর্বর্তীকালীন দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাহী নিক হকলি বলেন, ‘আমি জানি এটা অন্তর্বর্তীকালীন, কিন্তু তারপরেও ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও’র দায়িত্ব পাওয়াটা অনেক বড় সম্মাননার। ক্রিকেটের জন্য কঠিন একটি দিন। তবে সামনে সুদিন আসবে, একসঙ্গে থাকতে হবে সকলকেই। আশা করছি ক্রিকেট অস্ট্রেলিয়ার পরিবার ঘুরে দাঁড়াবে দ্রুত।’
৪০ মিলিয়ন ডলার ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বাঁচিয়েছে সিএ সিইও চাকরীচ্যুত