রোমেই রোনালদোদের কপাল পুড়িয়ে শিরোপা উৎসব নাপোলির
১৮ জুন ২০২০ ০৪:৪৮
রোমের কপাল পুড়লো ক্রিস্টিয়ানো রোনালদোদের। কপাল পুড়েছে জিয়ানিলু্ইজি বুফনের। কপাল পুড়লো মারিসিও সারির। কপাল পুড়েছে পুরো জুভেন্টাসের। রোমের এস্তাদিও অলিম্পিকো স্টেডিয়ামে ইতালির সবচেয়ে সফলতম দলকে টাইব্রেকারে হারিয়ে ১৫ বছর পর কোপা ইতালিয়ার শিরোপা উৎসবে মেতেছে নাপোলি।
নাপোলির কোচের দায়িত্বে আসার পরপরই প্রথমবার শিরোপা ঘরে তুলেছে জেনেত্তি গাত্তুসো। খেলোয়াড় হিসেবেও ১৭ বছর আগে নাপোলিকে শিরোপা জিতেছিলেন গাত্তুসো।
ফ্যাবেরিট হিসেবে মাঠে নামা জুভেন্টাস নামের বিচার করতে পারেনি। পুরো মাঠই যেন আধিপত্য নিয়ে খেলেছে নাপোলি। বুফনকে ব্যস্ত রেখেছে আক্রমণের বর্ষণ দিয়ে। এদিকে আক্রমণে সেভাবে নিজের আলো ছড়াতে পারেনি জুভেন্টাসের পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। নির্ধারিত সময়ে গোলশূন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
৯০ মিনিটের মতো টাইব্রেকারেও হতশ্রী অবস্থা জুভেন্টাসের। প্রথম দুটি পেনাল্টি শটই মিস করে বসে ইতালির জায়ান্টরা। প্রথম দুই শটেই পেনাল্টি মিস করে বসেন পাওলো দিবালা ও দানিলো। মিসের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে এদিকে নিখুঁত পেনাল্টি শ্যুটআউটের পরিচয় দিয়েছে নাপোলি। ইনসিনিয়ে, পলিতানো, ম্যাক্সিমোভিচ, মিলিক বুফনকে আর কোনো সুযোগই দেননি। অন্যদিকে পেনাল্টি ঠেকিয়ে ম্যাচের নায়ক বনে যান নাপোলির গোলরক্ষক আলেক্স মেরেট।
৪-২ ব্যবধানে জয় নিয়ে ১৬ বছরের শিরোপা খরা মেটায় নাপোলি। দর্শকহীন এই মাঠে রঙহীন উযদাপন আর পুরস্কার বিতরণী অনুষ্ঠান পর্ব চলে মাঠে।
নাপোলির উদযাপনে লড়াকু সারি-রোনালদোর মন পুড়ছে নিশ্চয়ই। টানা দুবার ফাইনালে এসেও কোপা ইতালিয়ার পুরস্কার ছোঁয়া হয়নি এই গুরু-শিষ্যের।