Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিলামে অবিক্রিত আকরাম, সুমন ও আশরাফুলের স্মারক


১৯ জুন ২০২০ ২১:৫৩ | আপডেট: ১৯ জুন ২০২০ ২১:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাকালে স্বল্প আয়ের সঙ্গীত শিল্পি, চিত্র শিল্পী ও ক্রীড়াবিদদের পাশে দাঁড়াতে মহৎ এক উদ্যোগে নিয়েছে বাংলাদেশ আর্ট উইক। কিছুটা অর্থ সাহায্য দিয়ে হলেও তাদের মুখে এক চিলতে হাসি ফোঁটাতে দেশের বিভিন্ন অঙ্গনের স্বনামধন্য ব্যক্তিত্বদের স্মারক নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। অনুমিতভাবেই এর মধ্যে ছিল ক্রিকেট। তাদের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ ক্রিকেটের সাবেক তিন দলপতি আকরাম খান, হাবিবুল বাশার সুমন ও মোহাম্মদ আশরাফুল নিজেদের স্মারক এই নিলামের জন্য প্রদান করেছিলেন। তবে শুক্রবার (১৯ জুন) রাত ৮টায় শুরু হওয়া নিলামে অবিক্রিত থেকে গেছে তাদের স্মারকগুলো।

বিজ্ঞাপন

আকরাম খান প্রদান করেছিলেন ২০১৯ বিশ্বকাপের বাংলাদেশের ক্রিকেটারদের স্বাক্ষরিত একটি ব্যাট। এই ব্যাটের ভিত্তিমূল্য ধরা হয়েছিল ২৫ লাখ টাকা। তবে লাইভ নিলামে কেউ আগ্রহী না হলে অবিক্রিত থেকে যায় এই ব্যাটটি। অবশ্য কেবল আকরাম খানের প্রদান করা ব্যাটটিই নয়, অবিক্রিৎ থেকে গেছে বাকিদের দেওয়া স্মারকও।

এ ব্যাপারে আকরাম খান সারাবাংলা’কে বলেন, ‘আকরাম খান বললেন, ‘যদি আজকের নিলামে বিক্রি না হয় তাহলে পুনরায় দাম নির্ধারণ করে আবার নিলামে তোলা হবে।’

‘মিস্টার ফিফটি’ খ্যাত হাবিবুল বাশার তার সময়কার বাংলাদেশ দলের সকল সদস্যের স্বাক্ষরিত একটি টেস্ট টি শার্ট প্রদান করেছিলেন। এই জার্সির ভিত্তিমূল্য ধরা হয়েছিল ১০ লাখ টাকা। তবে এই জার্সি সংগ্রহ করতেও কাউকে আগ্রহ প্রকাশ করতে দেখা না গেলে অবিক্রিত থেকে যায় এটিও।

এই প্রসঙ্গে হাবিবুল বাশার সুমন সারাবাংলা’কে জানান, ‘আমার কাছে টি-শার্ট চেয়েছিল আমি দিয়েছি। এরপর কি হয়েছে বলতে পারবো না’

আর বাংলাদেশ জাতীয় দলের আরেক তারকা ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল তার ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা ম্যাচের জার্সি। যা গায়ে চাপিয়ে তিনি প্রোটিয়াদের বিপক্ষে ৮৩ বলে ৮৭ রানের ধুন্ধুমার ইনিংসটি খেলেছিলেন। তবে সেই জার্সিটিও নিলাম থেকে কিনে নিতে কাউকে আগ্রহ প্রকাশ করতে দেখা যায়নি। আশরাফুলের জার্সিটির ভিত্তিমূল্য ধরা হয়েছিল ৫ লাখ টাকা।

অবিক্রিত থাকা জার্সি নিয়ে আশরাফুল সারাবাংলা’কে জানান, ‘উনারা কি করেছে আমি জানিনা। আমার কাছে জার্সি চেয়েছিল আমি দিয়েছি। কিন্তু জানতে পারলাম সেটা অবিক্রিত।’

স্মারক নিলামের লাইভে জানানো হয় পরবর্তীতে আবারও এই তিন ক্রিকেটারের অবিক্রিৎ স্মারক নিলামে তোলা হবে। আর্ট উইক ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ মহসিন জানিয়েছেন, ‘যেহেতু আমরা কোনো স্মারকের কাঙ্ক্ষিত মূল্য পাইনি সেহেতু আজকের নিলামে কিছুই বিক্রি হয়নি। একমাস পরে আবারও নিলাম আয়োজন করা হবে।’

আকরাম খান টপ নিউজ মোহাম্মদ আশরাফুল স্মারক নিলামে অবিক্রিত হাবিবুল বাশার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর