Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ বিক্রির অভিযোগ তদন্ত করবে শ্রীলঙ্কা সরকার


২০ জুন ২০২০ ১৫:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে ভারতের বিপক্ষে ইচ্ছা করে হেরেছে শ্রীলঙ্কা, দেশটির সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানান্দা আলুথাগামাগের এমন অভিযোগে বেশ তোলপাড় চলছে ক্রিকেটাঙ্গনে। বিষয়টি নিয়ে এবার তদন্ত শুরুর ঘোষণা দিল শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয়।

লঙ্কার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটির বর্তমান ক্রীড়ামন্ত্রী দুল্লাস আলাহাপ্পেরুমা বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি পাতানোর অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী দুই সপ্তাহের মধ্যে এর অগ্রগতির প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

২০১১ সালের বিশ্বকাপ ফাইনাল নিয়ে শ্রীলঙ্কার অনেকেই অবশ্য প্রশ্ন তোলেন। টস জিতে ব্যাটিং নেওয়ার সমালোচনা করেছেন দেশটির কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন। শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ফাইনালে ফিক্সিংয়ের সন্দেহ প্রকাশ করেছিলেন। নতুন করে বোমা ফাটিয়েছেন মাহিন্দানান্দা আলুথাগামাগে।

বিজ্ঞাপন

সম্প্রতি গণমাধ্যমকে বলেছেন, ‘২০১১ সালের বিশ্বকাপ ফাইনাল পাতানো ছিল। আমি তখন ক্রীড়ামন্ত্রী ছিলাম বলেও এটা বলছি। দেশের স্বার্থে বিস্তারিত জানাচ্ছি না। খেলোয়াড়দের দোষ দিচ্ছি না। তবে ২০১১ সালে ভারতের বিপক্ষে ম্যাচ, যেটা আমরা জিততে পারতাম।’

এদিকে, এমন অভিযোগের কড়া সমালোচনা করেছেন তৎকালিন শ্রীলঙ্কা দলের অন্যতম দুই সদস্য কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে। তদন্ত করে মন্ত্রীকে অভিযোগ প্রমাণ করতে বলেছেন সাঙ্গা। জয়াবর্ধনে টুইটারে লিখেছেন, ‘নির্বাচন কি খুব কাছে? মনে হচ্ছে সার্কাস শুরু হয়ে গেছে। নাম ও প্রমাণ কই?’

২০১১ বিশ্বকাপ ফাইনাল তদন্ত করবে শ্রীলংকা সরকার ভারত বনাম শ্রীলংকা ম্যাচ পাতানোর অভিযোগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর