Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাশরাফির সুস্থতা কামনা করে আশরাফুল-রিয়াদ-মুশফিকের প্রার্থনা


২০ জুন ২০২০ ২২:২৯

শুরু থেকেই করোনাভাইরাসের বিরুদ্ধে লড়ছিলেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্ত্তজা। নিজের নির্বাচিত অঞ্চলকে করোনামুক্ত রাখার জন্য ছোটুছুটি করেছেন। ক্রিকেটীয় স্মারক নিলামে তুলে করোনায় আর্থিকভাবে বিপদে পড়া মানুষদের সহযোগিতা করেছেন। নিজের গড়া ফাউন্ডেশন থেকে বিভিন্ন জায়গায় সহযোগিতা করছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমের সাহায্যে নিয়মিত জনসাধারণকে সচেতন করার চেষ্টা করে যাচ্ছিলেন। করোনাযোদ্ধা মাশরাফি এবার নিজেই আক্রান্ত হয়েছেন ভাইরাসটিতে

বিজ্ঞাপন

দেশ সেরা অধিনায়কের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মুহুর্তের মধ্যে পৌঁছে যায় দেশের সকল আনাচে কানাচে। আর তখন থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে মাশরাফির জাতীয় দলের সতীর্থরা তার দ্রুত আরোগ্য লাভের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। মাশরাফির আরোগ্য লাভের জন্য দোয়া চেয়েছেন মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। এছাড়া মাশরাফি নিজেও দেশবাসীর কাছে নিজের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

বিজ্ঞাপন

এক সময়কার জাতীয় দলের সতীর্থ এবং দীর্ঘ দিনের বন্ধু মোহাম্মদ আশরাফুল মাশরাফি করোনায় আক্রান্ত হওয়ায় সকলের কাছে দোয়া চেয়ে বলেন, ‘আপনারা জানেন মাশরাফি অনেক শক্ত মনোবলের মানুষ। আমি প্রার্থনা করছি ও যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। মাশরাফির জন্য আল্লাহ’র কাছে দোয়া চাইছি। আপনারাও সবাই ওর জন্য দোয়া করবেন।’

আর দীর্ঘ দিন ধরে মাশরের সঙ্গে খেলা মুশফিকুর রহিম লিখেছেন, ‘আপনি সব সময় চ্যাম্পিয়ন। এবং আল্লাহ্‌ আপনাকে সকল বিপদ থেকে রক্ষা করবেন। কোটি কোটি মানুষ আপনার জন্য দোয়া করছে ভাই (মাশরাফি বিন মুর্ত্তজা)। এই দেশের আপনাকে প্রয়োজন।’

কেবল মুশফিকুর রহিমই নন, সেই সঙ্গে মাশরাফির জাতীয় দলের আরেক সতীর্থ মাহমুদুল্লাহ রিয়াদও তার আরোগ্য লাভের কামনা করেছেন। রিয়াদ লিখেছেন, ‘শক্ত থাকেন ভাই। আপনার জন্য দোয়া করছি ভাই। সবাই মাশরাফি ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ্‌ আপনার সহায় হোন। আমিন।’

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে হালকা জ্বর অনুভব করছিলেন মাশরাফি। সন্দেহবশত শুক্রবার নমুনা পরীক্ষা করতে দিয়েছিলেন তিনি। শনিবার ফল পাওয়া গেলে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। মাশরাফির ছোটভাই মোরসালিন বিন মুর্ত্তজা সারাবাংলাকে বলেছেন, ‘এখন ভালো আছেন তিনি। তেমন কোনো সমস্যা হচ্ছে না। হালকা জ্বর আছে, তাছাড়া কোনো উপসর্গ নেই। ভাইয়া ঢাকার বাসাতেই আছেন’।

মাশরাফি কদিন আগে সারাবাংলাকে জানিয়েছিলেন, ‘আমার পরিবারের তিনজন করোনায় আক্রান্ত।’

করোনায় আক্রান্ত মাশরাফি বিন মুর্ত্তজা মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম মোহাম্মদ আশরাফুল সুস্থতা কামনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর