গাজী আশরাফের মায়ের মৃত্যুতে বিসিবি সভাপতির শোক
২২ জুন ২০২০ ১৯:৪৫
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুর মা মিনা হোসেন মারা গেছেন। সোমবার (২২ জুন) বিকালে বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
জানা গেছে বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়কের মা। মুন্সীগঞ্জের কৃতি সন্তান গাজী আশরাফ হোসেন জাতীয় দলের হয়ে সাতটি ওয়ানডে ম্যাচ খেলেছেন। সাবেক এই অধিনায়ক দীর্ঘদিন বোর্ড পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন সাবেক এই অধিনায়কের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি বস শোক প্রকাশ করে জানিয়েছেন, ‘বিসিবির পক্ষে আমি মরহুমা মিনা হোসেনের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমরা সর্বশক্তিমানের কাছে তাঁর আত্মার শান্তি কামনা করছি।’
গাজী আশরাফ হোসেন লিপু আইসিসি ট্রফিজয়ী দলের ম্যানেজারের দায়িত্ব ছাড়াও বহু সফরে তিনি জাতীয় দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছিলেন আবাহনীর অধিনায়ক, ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে আবাহনীর জার্সিতে বহু ম্যাচ খেলেছেন সাবেক এই ক্রিকেটার।
গাজী আশরাফ লিপু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিসিবি প্রধানের শোক মায়ের মৃত্যু