Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইংল্যান্ড সফরের আগে তিন পাকিস্তানি ক্রিকেটার করোনা আক্রান্ত


২৩ জুন ২০২০ ১২:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামি মাসেই বহুল আলোচিত সিরিজ খেলতে ইংল্যান্ডের উদ্দেশে পাড়ি জমানোর কথা পাকিস্তান জাতীয় দলের। আর তার আগেই আসল বড় দুঃসংবাদ। পাকিস্তানের তিন ক্রিকেটার হায়দার আলী, হারিস রউফ এবং শাদাব খান কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। তিন ক্রিকেটারের করোনায় আক্রান্ত হওয়ার খবরটি সোমবার (২২ জুন) নিশ্চিত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

করোনায় আক্রান্ত এই তিন ক্রিকেটারের শরীরের কোনো ধরনের উপসর্গ ছিল না। তারপরেও গত রোববার (২১ জুন) রাওয়ালপিন্ডিতে তাদের করোনাভাইরাসের পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে। করোনা পজিটিভ আসার কারণে এই তিন ক্রিকেটারকে স্বেচ্ছা-আইসোলশেনে থাকার অনুরোধ জানিয়ে পিসিবি।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড- পিসিবি জানায়, ‘পিসিবি’র মেডিক্যাল বিভাগ এই তিন ক্রিকেটারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং তাদের উপদেশ দিয়েছে স্বেচ্ছা-আইসোলেশনে যাওয়ার। রাওয়ালপিন্ডিতে ইমাদ ওয়াসিম এবং উসমান শিনওয়ারিও করোনা পরীক্ষা করেছেন। তাদের ফলাফল নেগেটিভ এসেছে এবং তারা ২৪ জুন লাহোর সফর করতে পারবেন।’

পাকিস্তানের বাকি খেলোয়াড়দেরও করোনাভাইরাসের পরীক্ষা করা হয়েছে। এবং পিসিবি তাদের ফলাফলের জন্য অপেক্ষা করছে। করাচি, লাহোর ও পেশোওয়ারে করোনা পরীক্ষা হয়েছে দেশটির ক্রিকেটারদের।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করায় ইংল্যান্ড সফরের ২৯ সদস্যের দলে জায়গা করে নিয়েছেন হায়দার আলী। এই ১৯ বছর বয়সী তারকা ৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৫০ গড়ে করেছেন ৬৪৫ রান। এছাড়াও হ্যারিস রউফ বিগ ব্যাশে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। তিনি মাত্র দুটি টি-টোয়েন্টি খেলেছেন পাকিস্তানের হয়ে। অন্যদিকে করোনা আক্রান্ত তিনজনের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ হচ্ছেন শাদাব খান। ইতোমধ্যেই পাকিস্তানের হয়ে ৮৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার।

ইংল্যান্ড সফরে পাকিস্তান আগামী মাসে তিনটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে। দু’দল প্রথম টেস্ট খেলবে লর্ডসে। পরের দুই টেস্ট হবে ম্যানচেস্টার এবং নটিংহামে। তিন টি-টোয়েন্টি হবে লিডস, কার্ডিফ ও সাউদ্যাম্পটনে।

এর আগেও তিনজন পাকিস্তানি ক্রিকেটার করোনা পজিটিভ হয়েছেন। তাদের মধ্যে আছেন জাতীয় দল থেকে অবসর নেওয়া শহীদ আফ্রিদিও।

ইংল্যান্ড সফর করোনাভাইরাসে আক্রান্ত তিন ক্রিকেটার পাকিস্তান ক্রিকেট দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর