Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট সংশ্লিষ্ট ৭ জন করোনা আক্রান্ত


২৩ জুন ২০২০ ১৩:১৭

হঠাৎ করেই যেন ক্রিকেটের ওপর কালো নজর পড়েছে করোনাভাইরাসের। গত এক সপ্তাহে বাংলাদেশের তিনজন, পাকিস্তানের তিনজন ক্রিকেটার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আবার খবর এল দক্ষিণ আফ্রিকার ক্রিকেট সংশ্লিষ্ট ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে এর ভেতর কোনো ক্রিকেটার আছেন কিনা তা প্রকাশ করেনি দেশটি ক্রিকেট বোর্ড।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জ্যাক ফউল নিশ্চিত করেছেন দেশটির ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট ৭ জন করোনায় আক্রান্ত। তবে কোনো ক্রিকেটার প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা তা নির্দিষ্ট করে বলেননি ফউল।

এ ব্যাপারে ফউল বলেন, ‘দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট কেউ করোনা আক্রান্ত কি না তা পরীক্ষা করার উদ্যোগ নিয়েছি আমরা। প্রাথমিকভাবে ১০০’র বেশি পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সাতজনকে পজিটিভ পাওয়া গেছে।’

দক্ষিণ আফ্রিকা মেডিকেল বিভাগ অবশ্য আক্রান্তদের পরিচয় প্রকাশের অনুমতি দেয়নি। ফউল জানিয়েছেন তাদের পরিচয় গোপন রাখার নির্দেশ দিয়েছে মেডিকেল বিভাগ। তিনি বলেন, ‘আমাদের মেডিকেল এথিক্যাল প্রটোকল আমাদেরকে করোনা পজিটিভ কারো নাম পরিচয় প্রকাশের অনুমতি দেয়নি।’

সিএসএ’র চুক্তিভুক্ত খেলোয়াড়, কর্মকর্তা, টিম ম্যানেজমেন্টের সদস্য, ফ্র্যাঞ্চাইজি ট্রেনিং সহকারীসহ ১০০’রও বেশি মানুষের করোনা পরীক্ষা করানো হয়। সেখান থেকেই ৭ জনের করোনা পজিটিভ এসেছে। তবে কে কে আক্রান্ত হয়েছেন সে বিষয়টা গোপন রেখেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

করোনায় আক্রান্ত দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড পরিচয় প্রকাশ করবে না


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর