Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিবি’র নিম্ন আয়ের কর্মচারীদের পাশে ভেট্টোরি


২৩ জুন ২০২০ ১৩:৫৫

তিনি এদেশের বংশোদ্ভুত কেউ নন। জন্মেছেন নিউজিল্যান্ডের অকল্যান্ডে, বেড়ে উঠেছেন হ্যামিল্টনে। তবে চাকুরি সুবাদে এদেশের সঙ্গে তার সম্পর্কটা নিবিড় বন্ধুত্বের। কাজ করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন পরামর্শক হিসেবে। বুঝতে পারছেন নিশ্চয়ই কার কথা বলছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, তিনি ড্যানিয়েল ভেট্টোরি। সেই ভিনদেশী মানুষটিই করোনায় সৃষ্ট বাংলাদেশের অর্থনীতির বিষয়টি বিবেচনায় নিয়ে দাঁড়িয়েছেন প্রিয় কর্মস্থলের নিম্ন আয়ের মানুষের পাশে। বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত।

সাবেক নন্দিত এই কিউই স্পিনার ও অধিনায়ক বিসিবির ১৩৬ স্বল্প আয়ের কর্মচারীকে দিয়েছেন প্রায় ৪ লাখ টাকা।

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবি’র একটি সুত্র মঙ্গলবার (২৩ জুন) খবরটি সারাবাংলাকে নিশ্চিত করেছে।

সুত্রটির দেওয়া তথ্যমতে, ‘গতমাসেই উনি জানিয়েছিলেন বোর্ডের নিম্ন আয়ের কর্মীদের সাহায্য করতে চান। তো ওনার দেওয়া সহযোগিতার অর্থ ইতোমধ্যেই বিসিবি’র ১৩৬ কর্মচারীর হাতে তুলে দেওয়া হয়েছে।’

একই সুত্রে জানা যায়, ভেট্টোরি ছাড়াও মার্চে ক্রিকেটারদের বেতনের টাকায় গঠিত তহবিল থেকে বোর্ডের ২৬৫ জন কর্মচারী পেয়েছেন ৯ লাখ টাকার আর্থিক সহযোগিতা।

বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসেবে ড্যানিয়েল ভেট্টোরি নিয়োগ পেয়েছেন ২০১৯ সালের জুলাই মাসে। তবে চুক্তি অনুযায়ী কাজ শুরু করেছেন অক্টোবরের শেষ সপ্তাহে ভারত সিরিজের আগে।

কর্মচারীদের পাশে ভেট্টোরি টপ নিউজ ড্যানিয়েল ভেট্টোরি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিসিবি'র নিম্ন আয়ের কর্মচারী


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর