পাকিস্তানের বিশ্বকাপ জয়ের সুযোগ দেখছেন মালিক
২৩ জুন ২০২০ ১৬:৩৪
২০০৭ সালের বিশ্বকাপ জয়ের সুযোগ হারানোর দুঃখটা হয়তো কখনোই ভুলবে না পাকিস্তানি সমর্থকরা। টি-টোয়েন্টি ফরম্যাটের প্রথম বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে শিরোপা জেতার সুযোগ ছিল পাকিস্তানের। ফাইনাল ম্যাচের শেষ ওভারে পাকিস্তানের লাগত ১৩ রান। প্রথম দুই বলেই ৭ রান তুলে পাকিস্তানকে শিরোপার কাছাকাছি নিয়েছিলেন মিসবাহ-উল-হক। কিন্তু সেই মিসবাহই ওভারের তৃতীয় বলে ভূতুড়ে এক স্কুপ খেলে পাকিস্তানের সম্ভবনা শেষ করে ভারতের হাতে শিরোপা তুলে দিয়েছিলেন। শোয়েব মালিক বলছেন, সেই আক্ষেপ ঘুচতে পারে এবার। পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সুযোগ দেখছেন মালিক।
পাকিস্তান দলের বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার সম্প্রতি ফিল্ডিংয়ে নজর কাড়ছেন। মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে কয়েকজন তরুণের সংযুক্তিতে পাকিস্তানের বোলিং আক্রমণ আরও বেশি বৈচিত্র্যময়। বাবর আজম, শোয়েব মালিকদের নিয়ে গড়া ব্যাটিং লাইনআপও শক্ত। এসবে বিশ্বকাপ জয়ের সুযোগ আছে পাকিস্তানের বলছেন দলটির অভিজ্ঞ সদস্য মালিক।
তারকা অলরাউন্ডার বলেন, ‘আমি বিশ্বাস করি আমাদের এবার (বিশ্বকাপ জয়ের) অনেক সুযোগ রয়েছে। এমন টুর্নামেন্ট জেতার জন্য সবার আগে দরকার শক্তিশালী বোলিং ইউনিট। আমি মনে করি আমাদের সেটা আছে। এর সঙ্গে এই বোলিং ইউনিটকে যথাযথ সমর্থন দেওয়ার মতো ব্যাটিং লাইনআপও আছে আমাদের।’
সাবেক অধিনায়ক বলেন, ‘আমাদের ফিল্ডিং এখন অনেক উন্নত হয়েছে। বড় মাঠে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিগত বছরগুলোর তুলনায় আমাদের ফিটনেসও এখন ভাল। আমি মনে করি দল হিসেবে আমরা ভালো অবস্থায় আছি। টুর্নামেন্টটি হলে সেটি জেতার বড় সুযোগ রয়েছে আমাদের।’
নিজের অবসর আলোচনা নিয়েও কথা বলেছেন মালিক। বয়স ৩৮ ছুঁইছুঁই, আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন প্রায় ২১ বছর ধরে। এই বয়সে অনেকে কোচ বনে গেলেও মালিক অবসর বিষয়ে টু-শব্দটাও করছেন না। এদিকে, তরুণদের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে পাকিস্তান ক্রিকেটের অনেকেই তাকে অবসর নেওয়ার পরামর্শ দিচ্ছেন।
ঠিক কবে অবসর নিবেন এবারও তা পরিস্কার করলেন না। তবে অবসরের পর কী করতে চান সেটা জানালেন পাকিস্তানি তারকা। মালিক বলেন, ‘এখন আমি অন্য যেকোন সময়ের চেয়ে বেশি ফিট। এখনও আমার মধ্যে ক্রিকেট খেলার ক্ষুধা ও তাড়না রয়েছে। অবসরের আগে কিছু লক্ষ্যপূরণ করা বাকি রয়েছে আমার। তবে আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ হওয়ার পর মিডিয়ায় কাজ করতেই পছন্দ করব। হয়তো আমার নিজের কোন অনুষ্ঠান থাকবে এবং ধারাভাষ্য ও স্টুডিওতে কাজ করব।’
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসে ইংল্যান্ডে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। সিরিজ খেলতে ২৮ জুন ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার কথা পাকিস্তান দলের। সফরের জন্য ঘোষিত প্রাথমিক দলে মালিকের নামও আছে।