Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্সেলোনার শীর্ষস্থান পুনরুদ্ধার, ৭০০ হলো না মেসির


২৪ জুন ২০২০ ১১:৫৭

বিশ্বের কোটি সমর্থকের শুভেচ্ছাবার্তায় ভাসছেন লিওনেল মেসি। আর্জেন্টিনা জাদুকরের জন্মদিন আজ। মেসির হয়তো একটু মন খারাপ! আজও যে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করা হলো না। ৩৩তম জন্মদিনে বার্সেলোনার হয়ে অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে লা লিগার ম্যাচ খেলতে নেমেছিলেন মেসি। একটা গোল পেলেই ক্যারিয়ারের ৭০০ গোল পূর্ণ হতো। তা আর হয়নি, গত ম্যাচের মতো আজও গোল করতে ব্যর্থ হয়েছেন বার্সেলোনা সুপারস্টার। তবে জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে বার্সেলোনা।

ন্যু ক্যাম্পে নিজেদের চেনা-পরিচিত মাঠে বিলবাওকে ১-০ গোলে হারিয়ে ফের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরাদ্ধার করেছে কাতালান ক্লাবটি। বার্সার জয়সূচক গোলটি এসেছে বদলি হিসেবে মাঠে নামা ইভান রাকিতিচের পা থেকে।

বার্সাকে পেছনে ফেলে কদিন আগে লা লিগা পয়েন্ট টেবিলের সিংহাসনে উঠে বসেছিল রিয়াল মাদ্রিদ। আজকের জয়ে ফের শীর্ষস্থান পুনরুদ্ধার করল কিকে সেতিয়েনের দল। ৩১ ম্যাচে বার্সার পয়েন্ট এখন ৬৮। এক ম্যাচ কমে খেলা রিয়ালের পয়েন্ট ৬৫। অবশ্য বুধবার রিয়াল মাদ্রিদ মায়োর্কার বিপক্ষে জিতলে ফের টেবিলের দুই নম্বরে নেমে যেতে হবে বার্সেলোনাকে।

আগের তিন দেখায় অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে গোলই পায়নি বার্সেলোনা। আজ ন্যুন্যতম ব্যবধানের জয়েও কম ঘাম ঝরাতে হয়নি মেসিদের। বল দখলে অবশ্য মেসি-গ্রিজম্যানদেরই আধিপত্য ছিল। ম্যাচে ৭৩ শতাংশ বলের দখল ছিল বার্সেলোনার ফুটবলারদের কাছে। তবুও বেশ কয়েকবার স্বাগতিকদের রক্ষণ কাঁপিয়েছে বিলবাও। বল পেলেই প্রতিআক্রমনে ঝাঁপিয়ে পড়তে চেয়েছে দলটি।

গোলশূণ্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে গোল প্রায় পেয়েই গিয়েছিল বিলবাও। উইলিয়াম যখন লেংলে ও পিকেকে ফাঁকি দিলেন তখন তার সামনে শুধু বার্সেলোনা গোলরক্ষক টের স্টেগান। তবুও গোল করতে পারেননি বিলবাও তারকা। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজও একাধিক মিস করলেন। ম্যাচের একমাত্র গোলটি হয়েছে ৭১ মিনিটে।

ডি-বক্স বল পেয়ে বিলবাওয়ের রক্ষণ ভাঙতে পারছিলেন না মেসি। বল বাড়ান রাকিতিচের দিকে। সুবিধাজনক স্থানে বল পেয়ে খানিকটা এগিয়ে দারুণ এক শটে বল জালে জড়িয়ে দেন ক্রোয়েশিয়ান তারকা। এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করেছে।

বার্সেলোনা বনাম অ্যাথলেটিক ক্লাব লিওনেল মেসি স্প্যানিশ লা লিগা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর