Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ক্ষোভে’ সিপিএলই খেলবেন না গেইল


২৪ জুন ২০২০ ১৩:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দলবদল নিয়ে রামনরেশ সারওয়ানের সঙ্গে ক্রিস গেইলের তিক্ততার খবর কমবেশি প্রায় সবারই জানা। সেই তিক্ততা থেকেই কিনা সিপিএলের আগামী আসর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন গেইল। ব্যক্তিগত কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন টি-টোয়েন্টি ফরম্যাটের রাজা।

জ্যামাইকা তালাওয়াসের সঙ্গে গেইলের চুক্তি ভেস্তে যাওয়া নিয়ে তিক্ততার জন্ম। নিজ অঞ্চলের দলটির সঙ্গে নতুন করে তিন বছরের চুক্তি করেছিলেন গেইল। কিন্তু এক মৌসুম যেতেই তারকা ব্যাটসম্যানকে ছেড়ে দেয় জ্যামাইকা। আর এতে দলটির সহকারী কোচ ও এক সময়কার সতীর্থ রামনরেশ সারওয়ানের হাত দেখছেন গেইল। গেইলের অভিযোগ, সারওয়ানের বুদ্ধিতেই গেইলের সঙ্গে চুক্তি ভঙ্গ করেছে জ্যামাইকা। সারওয়ানকে ‘করোনাভাইরাসের চেয়েও ভয়ঙ্কর’ বলেছিলেন ক্যারিবিয়ান দানব।

বিজ্ঞাপন

বিষয়টি পরে অনেকদূর গড়িয়েছিল। সারওয়ান ও জ্যামাইকা অভিযোগ অস্বীকার করে বিবৃতি দিয়েছে। নিষেধাজ্ঞা পেতে যাচ্ছেন গেইল, এমন কথাও শোনা যাচ্ছিল। এসব তিক্ততা থেকেই বুঝি সিপিএল থেকে মন উঠে গেল টি-টোয়েন্টি ফরম্যাটের সবচেয়ে সফলতম ক্রিকেটারটির! ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণে ২২ সেঞ্চুরিতে ১৩ হাজারের বেশি রান করেছেন গেইল।

উল্লেখ্য, জ্যামাইকার সঙ্গে চুক্তি ভঙ্গের পর নতুন করে সেইন্ট লুসিয়ার সঙ্গে চুক্তি করেছিলেন গেইল। নতুন মৌসুমে লুসিয়ার হয়েই খেলার কথা ছিল তার। উল্লেখ্য, স্থানীয় সরকারের অনুমতি সাপেক্ষে এবারের সিপিএল শুরু হওয়ার কথা আগামী আগস্টের ১৮ তারিখে। শেষ হবে ১০ সেপ্টেম্বরে গিয়ে।

ক্রিস গেইল সিপিএল সিপিএল খেলবেন না