মার্শিয়ালের হ্যাটট্রিকে রেড ডেভিলদের দুর্দান্ত জয়
২৫ জুন ২০২০ ০১:২১
করোনাভাইরাসের পরবর্তী সময়ে ইংলিশ প্রিমিয়ার লিগ মাঠে ফিরলে ম্যানচেস্টার ইউনাইটেডের যাত্রা শুরু হয় টটেনহ্যাম হটস্পার্সের বিপক্ষের ম্যাচ দিয়ে। সাবেক কোচের দলের বিপক্ষে অবশ্য প্রথম ম্যাচে জিততে পারেনি রাশফোর্ড-মার্শিয়ালরা। তবে প্রত্যাবর্তনের পর দ্বিতীয় ম্যাচেই জ্বলে উঠলেন অ্যান্থনি মার্শিয়াল। শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে মার্শিয়ালের ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকেই রেড ডেভিলরা জিতলো ৩-০ গোলের ব্যবধানে।
ওল্ড ট্রাফোর্ডে পগবা এদিন ম্যাচের শুরু থেকেই একাদশে ছিলেন। তার সঙ্গে মিডফিল্ডে ছিলেন ব্রুনো ফার্নান্দেজ আর নেমাঞ্জা মাতিচ। আর ফরোয়ার্ডে মার্কোস রাশফোর্ড অ্যান্থনি মার্শিয়াল এবং মেসন গ্রিনউড। থিয়েটার অব ড্রিমসে ম্যাচের মাত্র ৭ মিনিটের মাথায় রাশোর্ডের বাড়ানো বল জালে জড়ান মার্শিয়াল। ম্যাচের শুরুতেই গোল করে আক্রমণ বাড়িয়ে দেয় শোলশায়ারের শিষ্যরা। তবে দ্বিতীয় গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় দ্বিতীয়ার্ধের অন্তিম মুহূর্ত পর্যন্ত।
ম্যাচের ৪৪তম মিনিটে ডিফেন্স থেকে উঠে আসা অ্যারন ওয়ান বিসাকার বাড়ানো বল জালে জড়ান মার্শিয়াল। দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে নেন ২-০’তে। আর এরপরেই বিরতিতে চলে যায় রেড ডেভিলরা। বিরতি থেকে ফিরলেও আক্রমণ কোনো অংশেই কমেনি রেড ডেভিলদের। ম্যাচের ৬১ মিনিটেই হ্যাটট্রিক করেই ফেলছিলেন মার্শিয়াল, তবে তার শট চলে যায় বারের ওপর দিয়ে। পগবার বাড়ানো বল পা দিয়ে নামিয়ে আনেন মার্শিয়াল আর সজোরে নেওয়া শট চলে যায় বারের ওপর দিয়ে।
তবে সে যাত্রায় বঞ্চিত হলেও বেশি সময় অপেক্ষা করতে হয়নি মার্শিয়ালকে। ম্যাচের ৭৪ মিনিটে মার্শিয়াল আর রাশফোর্ডের মধ্যে ওয়ান টু ওয়ান পাসে দুর্দান্ত একটি আক্রমণ তৈরি হয়। রাশফোর্ডকে বল দিয়ে ডি বক্সের ভেতর ঢুকে পড়েন মার্শিয়াল, আর তাকে ডি বক্সে ঢুকতে দেখে দুর্দান্ত এক থ্রু পাস দেন রাশফোর্ড। দুর্দান্ত সুযোগ পেয়ে বল জালে জড়াতে একটুও ভুল করেননি মার্শিয়াল। শেফিল্ডের গোলরক্ষক সিমন মুরের মাথার ওপর দিয়ে ফ্লিক করে বল জালে জড়ান মার্শিয়াল।
মার্শিয়াল ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকে রেড ডেভিলদের জয় ৩-০’তে। মার্কোস রাশফোর্ডের দুই অ্যাসিস্ট আর অ্যারন ওয়ান বিসাকার একটি অ্যাসিস্ট। ৩১ ম্যাচ শেষে ১৩ জয়, ১০ ড্র এবং ৮ হারে ৪৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৫ম স্থানে অবস্থান করছে ম্যানচেস্টার ইউনাইটেড। চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে হলে বাকি থাকা ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই ওলে গানার শোলশায়ারের দলের।
অ্যান্থনি মার্শিয়াল ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যানচেস্টার ইউনাইটেড বনাম পার্টিজেন বেলগ্রেড