Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের সেরা ম্যাচ উইনার কপিল দেব: গাভাস্কার


২৫ জুন ২০২০ ১৭:৫৮

সফল রান তাড়ায় বিরাট কোহলিকে কিংবদন্তি মনে করেন অনেকে। সফল রান তাড়ায় ভারতীয় অধিনায়কের গড় স্যার ব্রাডম্যান তুল্য, ৯৬ দশমিক ২১। লক্ষ্য তাড়া করতে কোহলির ব্যাটে ভারত কত ম্যাচ জিতেছে ইয়ত্তা নেই। ম্যাচ জেতানোর অসাধারণ ক্ষমতার কারণে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ‘ফিনিশার’ নামেই ডাকা হত। তবে ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার বলছেন, কোহলি-ধোনি নয় ভারতের সেরা ম্যাচ উইনার কপিল দেব।

বিজ্ঞাপন

কপিলের নেতৃত্বে প্রথম বিশ্বকাপ শিরোপার স্বাদ পেয়েছে ভারত। ১৯৮৩ সালে অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন কপিল। অবিস্মরণীয় সেই মূহূর্তের ৩৭ বছর পূর্তি আজ বৃহস্পতিবার (২৫ জুন)। স্বাভাবিকভাবেই স্মৃতির ঝাঁপি খুলে বসেছেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী সদস্যরা। এই আলোচনায় কপিলকে প্রসংশায় ভাসিয়েছেন গাভাস্কার।

ভারতীয় সংবাদমাধ্যম ‘জাগরণ’কে দেওয়া সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, ‘ভারতের ইতিহাসে কপিল দেবই সেরা ম্যাচ উইনার। কারণ সে ব্যাটিংয়ে ও বোলিংয়ে ম্যাচ জেতানোর সামর্থ্য রাখত।’

গাভাস্কারের কথায় কেউ আপত্তি তুললেও কপিলকে সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার মানতে আপত্তি তুলবেন না কেউই। আশির দশকে বিশ্বের সেরা চার অলরাউন্ডারের মধ্যে একজন ভাবা হত তাকে। স্যারি রিচার্ড হ্যাডলি, ইয়ান বোথাম, ইমরান খানের সঙ্গে প্রতিযোগিতা চলত তার।

১৯৭৮ সালে অভিষেকের পর ভারতের হয়ে এক যুগের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন কপিল। লম্বা ক্যারিয়ারে ১৩১ টেস্টে ৪৩৪ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ৮ সেঞ্চুরিসহ ৩১ দশমিক ৫ গড়ে রান করেছেন ৫ হাজার ২৪৮।

ওয়ানডেতে ২২৫ ম্যাচ খেলে নিয়েছেন ২৫৩ উইকেট। ব্যাট হাতে এক সেঞ্চুরিতে ৩ হাজার ৭৮৩ রান করেছেন ভারতীয় কিংবদন্তি। ওয়ানডেতে একমাত্র সেঞ্চুরিটা করেছিলেন ১৯৮৩ বিশ্বকাপে, জিম্বাবুয়ের বিপক্ষে। ১৭৫ রানের সেই অপরাজিত ইনিংসটাকে বিশ্বকাপ ইতিহাসেরই অন্যতম সেরা মনে করা হয়।

কপিল দেব ভারতীয় ক্রিকেট দল সুনীল গাভাস্কার সেরা ম্যাচ উইনার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর