Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পিএসজি ইউরোপ সেরা হলে বর্ষসেরা হবেন নেইমার’


২৬ জুন ২০২০ ২১:২৪

বর্ষসেরা হতে চান বলেই লিওনেল মেসির ছায়া থেকে বেরুতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার। এখন অবধি লক্ষ্যপূরণ দূরের কথা, ব্রাজিলিয়ান সুপারস্টার উল্টো লক্ষ্য থেকে সড়ে গেছেন অনেকটা। গতবার ব্যালন ডি’অরের সেরা ৩০ জনের তালিকায়ও ছিল না নেইমারের নাম।

তবে ব্রাজিলের হয়ে ব্যালন ডি’অর জেতা কিংবদন্তি মিডফিল্ডার কাকা মনে করছেন, এবার ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা আছে নেইমারের। তবে এক্ষেত্রে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জিততে হবে।

বিজ্ঞাপন

পিএসজি মূলত চ্যাম্পিয়ন্স লিগের সাফল্য পেতেই টাকার বস্তা ঢেলে নেইমারকে দলে ভিড়িয়েছিল। ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতাটিতে আগের মৌসুমগুলোতে সেভাবে নিজেকে মেলে ধরতে ব্যর্থ নেইমার এবার অবশ্য বেশ ভালোই খেলছেন। শেষ ষোলোর দুই লেগেই গোল করে পিএসজির কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন।

করোনাভাইরাসের কারণে চ্যাম্পিয়ন্স লিগ থেমে আছে সেই কোয়ার্টার ফাইনালেই। আগামী মাসে পর্তুগালের লিসবনে পুনরায় শুরু হবে টুর্নামেন্টটি। আট দলের মিনি টুর্নামেন্টের আঙ্গিকে সবগুলো ম্যাচই হবে লিসবনে। লিসবনে পিএসজি কেমন করে সেটা দেখার অপেক্ষায় কাকা।

২০০৭ সালে ব্যালন ডি’অর জেতা কাকার কাছে প্রশ্ন ছিল এবারে ব্রাজিলের কোন ফুটবলার পুরস্কারটা জিততে পারেন কিনা। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা কাকা বললেন নেইমারের কথা, ‘প্রথমেই থাকবে নেইমার, সে একজন শক্ত দাবিদার। আমি বিশ্বাস করি, নেইমার বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড়। সে পুরস্কারটি পাবে কি-না, তা নির্ভর করবে পিএসজির অর্জনে তার কতটা ভূমিকা থাকবে, এর ওপর। দেখা যাক লিসবনে কী হয়।’

বিজ্ঞাপন

দীর্ঘদিন রিয়াল মাদ্রিদের হয়ে মাঠ মাতানো কাকা বলেন, ‘নেইমার তারকা। পিএসজি চ্যাম্পিয়ন। বিশ্বের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়ার যোগ্য সে।’

উল্লেখ্য বার্সেলোনায় থাকতে ২০১৫ ও ২০১৭ সালের ব্যালন ডি’অরের তিন জনের সংক্ষিপ্ত তালিকায় ছিল নেইমারের নাম। দু’বারই তৃতীয় হয়েছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

চ্যাম্পিয়ন্স লিগ নেইমার পিএসজি ব্যালন ডি'অর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর