করোনা আক্রান্তদের বাদ দিয়েই রোববার ইংল্যান্ডে পৌঁছবে পাকিস্তান
২৭ জুন ২০২০ ১৩:১১
ইংল্যান্ডের বিপক্ষে তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলতে আগামি রোববার (২৮ জুন) ইংল্যান্ডে পা রাখার কথা রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের। তবে এই সিরিজ নিয়ে যে ধোঁয়াশা এখনো কাটছেই না। ইংল্যান্ডে পাড়ি জমানোর আগে মোট ১০জন পাকিস্তানি ক্রিকেটারের করোনাভাইরাসের পরীক্ষা ফলাফল পজিটিভ আসে। আর তখনই সিরিজ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
তবে ইংলিশ ক্রিকেট বোর্ড প্রথম থেকেই নিশ্চিত করে আসছে এই সিরিজ মাঠে গড়াবেই। ইংল্যান্ডে পৌঁছে ১৪ দিন আইসোলেশনে থাকবে পাকিস্তান দল। এরপর নিজেদের মধ্যে ৪ দিনের দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরই মধ্যে পাকিস্তানের ইংল্যান্ড সফরের বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
কিন্তু সবকিছু ঠিক থাকলেও বাঁধা হয়ে দাঁড়িয়েছে ১০ পাকিস্তানি ক্রিকেটার করোনা পজিটিভের সংবাদ। ওই ১০ ক্রিকেটারকে ছাড়াই ইংল্যান্ডে যেতে হবে বাবর আজমদের। এমনটাই জানিয়েছে ইসিবি।
ইসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইংল্যান্ড সফরে করোনা পজিটিভ ক্রিকেটারদের পাকিস্তান ‘দলের সঙ্গে সফরের অনুমতি নেই’। তবে পজিটিভ ক্রিকেটারদের আবার দুই দফা পরীক্ষায় ফল নেগেটিভ এলে তারা ইংল্যান্ড যেতে পারবেন কি না, তা খোলাসা করা হয়নি ইসিবির বিজ্ঞপ্তিতে, ‘সফর শুরুর আগে দলের সবাইকে করোনা পরীক্ষা করাতে হবে। কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ ক্রিকেটারদের রোববার নতুন দলের সঙ্গে ভ্রমণের অনুমতি নেই।’ ইংল্যান্ড সফরে শুরুতে ঘোষণা করা পাকিস্তান স্কোয়াডে পরিবর্তন হবে ধরে নিয়ে বিজ্ঞপ্তিতে ‘নতুন দল’ বলেছে ইসিবি।
তবে পাকিস্তানের সফরে শর্ত জুড়ে দিয়েছে ইসিবি। কোভিড-১৯ ‘পজিটিভ’ হওয়া কোনো ক্রিকেটারকে কাল দলের সঙ্গে আনা যাবে না। অর্থাৎ প্রথম দফা পরীক্ষায় ‘নেগেটিভ’ হওয়ায় ১৮ ক্রিকেটার এবং সাপোর্টিং স্টাফ নিয়ে ইংল্যান্ডে রওনা দিতে হবে পাকিস্তান দলকে। এখানেও ‘যদি-কিন্তু’ আছে। দ্বিতীয় দফা পরীক্ষায় তাদের ফল ‘নেগেটিভ’ আসতে হবে। আজ দ্বিতীয় দফা করোনা পরীক্ষার ফল ঘোষণা করার কথা পিসিবির।
অন্যদিকে দলের গুরুত্বপূর্ণ ১০ সদস্য ছাড়া ইংল্যান্ড সফর করতে হবে এমন ভাবনা এখনই ভাবছে না পিসিবি। তারা সংবাদমাধ্যমকে জানিয়েছে, পজিটিভ হওয়া ক্রিকেটারদের তৃতীয় দফা পরীক্ষা নেওয়া হবে পরশু। এভাবে দুই দফা টেস্টে করোনা নেগেটিভ আসলে পরে বাণিজ্যিক ফ্লাইটে তাদের ইংল্যান্ডে নেওয়া হবে। আপাতত ভাড়া করা বিমানে পাকিস্তান দলকে ইংল্যান্ডে উড়িয়ে আনছে ইসিবি। বিকল্প ব্যবস্থা হিসেবে পিসিবি এর মধ্যে পাঁচ ক্রিকেটারকে দলে ডেকেছে।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড করোনাভাইরাসে আক্রান্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তান বনাম ইংল্যান্ড সিরিজ