শেষ ম্যাচে জয় তুলেই শিরোপা উল্লাস বায়ার্নের
২৭ জুন ২০২০ ২৩:৫৬
বায়ার্নের রেকর্ড টানা ৮ম বুন্দেস লিগা জয় নিশ্চিত হয়েছিল আগেই। আর বাকি ম্যাচগুলো ছিল কেবল নামরক্ষার। অবশেষে বুন্দেস লিগার ৩৪তম ম্যাচ শেষ অর্থাৎ লিগের সমাপ্তি। আর শেষ ম্যাচটিও জয় দিয়ে রাঙাল বাভারিয়ানরা। ভুলভসবুর্গের মাঠে ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ফুটবল খেলতে থাকে বায়ার্ন মিউনিখ। ম্যাচ জুড়ে আধিপত্য দেখিয়ে শেষ পর্যন্ত জয় ৪-০ গোলের ব্যবধানে। আর ম্যাচ শেষে শিরোপা উল্লাসেও ভাসে বাভারিয়ানরা।
ম্যাচের মাত্র ৪ মিনিটের মাথায় বাভারিয়ানদের হয়ে প্রথম গোল করেন কিংসলে কোম্যান। এই গোলে অ্যাসিস্ট করে বুন্দেস লিগায় নতুন রেকর্ডে নাম লেখান থমাস মুলার। এটি ছিল এবারের মৌসুমে মুলারের ২১তম অ্যাসিস্ট, যা লিগের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ। এরপর ম্যাচের ৩৭ মিনিটে মাইকেল কুজনিকের গোল লিড দ্বিগুণ করে বায়ার্ন। ২-০’তে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাভারিয়ানরা।
বিরতি থেকে ফিরলেও আক্রমণের ধার কোনো অংশেই কমেনি বায়ার্নের। বুন্দেস লিগার সর্বোচ্চ গোলদাতা বনে গিয়েছিলেন আগেই, তার আগেই ঘোষণা আসে এবারের লিগের সেরা খেলোয়াড়ও তিনিই। বলছিলাম পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্ডফস্কির কথা। ম্যাচের ৭২ মিনিটে পেনাল্টি স্পট থেকে এবারের লিগে গোল সংখ্যা করলেন ৩৪। আর এর মিনিট সাতেক পরেই থমাস মুলার বল জালে জড়ালে পূর্ণ হয় গোলের হালি।
ম্যাচ শেষে বুন্দেস লিগার সেরা খেলোয়াড়ের ট্রফি তুলে দেওয়া হয় লেভান্ডফস্কির হাতে। আর সেই সঙ্গে বুন্দেস লিগার টানা অষ্টম শিরোপাও তুলে দেওয়া হয় বাভারিয়ান অধিনায়ক ম্যানুয়েল নয়্যারের হাতে।
বাভারিয়ানদের ৪-০ গোলের জয়ের রাতে প্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ড হেরেছে ৪-০ গোলের ব্যবধানে। হফেইনহামের অ্যান্ড্রেজ ক্রামারিচের দুর্দান্ত ৪ গোলে শেষ পর্যন্ত বরুশিয়াকে ৪-০ গোলের হার নিয়েই শেষ করতে হয় মৌসুম। তবে লিগে শেষ পর্যন্ত দ্বিতীয়ই হয়েই থাকতে হয়েছে বরুশিয়াকে। বুন্দেস লিগার ৩৪ ম্যাচ শেষে ২৬ জয়, ৪ ড্র এবং ৪ হারে বায়ার্নের মোট পয়েন্ট ৮২, আর ২১ জয়, ৬ ড্র এবং ৭ হারে ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েই লিগ শেষ করতে হয়েছে বরুশিয়াকে। এছাড়া আরবি লেইপঝিগ ৬৬ পয়েন্ট নিয়ে তৃতীয়, বরুশিয়া মাখগ্ল্যাডবাখ ৬৩ পয়েন্ট নিয়ে ৪র্থ স্থানে থেকে লিগ শেষ করল।
জার্মান বুন্দেস লিগা বায়ার্ন চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ বনাম ভুলভসবুর্গ