Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইংল্যান্ডে পৌঁছেছে পাকিস্তান


২৯ জুন ২০২০ ১৬:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এখনও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট সিরিজ মাঠেই গড়ায়নি, আর তার আগেই পরের সিরিজে স্বাগতিকদের বিপক্ষে খেলতে পৌঁছে গেছে পাকিস্তান। বিশেষ এক বিমানে করে সোমবার (২৯ জুন) ইংল্যান্ডের ম্যানচেস্টার বিমানবন্দরে পৌঁছেছে বাবর আজম, আজহার আলীরা। অনেক নাটকীয়তার পর যেসকল ক্রিকেটার এবং কোচিং স্টাফের দুইবারের কোভিড-১৯ পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে তারাই কেবল ইংল্যান্ডের উদ্দেশে বিমান ধরে।

এর আগে অবশ্য রোববার (২৮ জুন) রাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবি টুইটারের মধ্যমে জানান দেয় তিন টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ২০ জন খেলোয়াড়, কোচসহ সাপোর্ট স্টাফ ১১ জনের দল ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবে। পাকিস্তানের যে ১০ ক্রিকেটারের প্রথম দফায় করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছিল তাদের মধ্যে আবার দ্বিতীয় পরীক্ষায় ৬ জনের নেগেটিভ রিপোর্ট আসে। তবে দ্বিতীয় দফায় নেগেটিভ আসা স্বত্ত্বেও তারা ইংল্যান্ডের বিমানের টিকিট পায়নি। এই ছয় ক্রিকেটার হলেন ফখর জামান, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান ও ওয়াহাব রিয়াজ। পরপর দুটি পরীক্ষায় নেগেটিভ এলেই এদের ইংল্যান্ড যাত্রার অনুমিত দেবে পিসিবি। অন্যদিকে দুইবার পরীক্ষাতেই পজিটিভ রিপোর্ট এসেছে হায়দার আলী, হ্যারিস রউফ, কাসিফ ভাট্টি ও ইমরান খান।

বিজ্ঞাপন

ম্যানচেস্টারের এমিরেটস ওল্ড ট্রাফোর্ডে ১৪ দিনের কোয়ারেনটাইনে থাকবেন পাকিস্তানের পুরো দল। এরপরে আবারও পুরো দলের কোভিড-১৯’র পরীক্ষা করাবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড-ইসিবি। তবে পাকিস্তান দলের স্বস্তির সংবাদ আইসোলেশনে থাকা অবস্থাতেও অনুশীলন করতে পারবে দল। এরপর আইসোলেশন শেষে ১৩ জুলাই মিসবাহ-উল-হকের দল পাড়ি দেবে ডার্বিশায়ারে। সেখানেই আগস্ট-সেপ্টেম্বরের তিন টেস্ট ও তিন টি-টোয়েন্টির জন্য মিসবাহর দল নেবে চূড়ান্ত প্রস্তুতি।

পাকিস্তানের ২০ সদস্যের দল: আজহার আলী (অধিনায়ক টেস্ট দল), বাবর আজম (অধিনায়ক টি-টোয়েন্টি), আবিদ আলী, আসাদ শফিক, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, ইনাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, মুসা খান, নাসিম শাহ, রোহেল নাজির, সরফরাজ আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, সোহেল খান, উসমান শিনওয়ারি এবং ইয়াসির শাহ।

ইংল্যান্ড পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল পাকিস্তান বনাম ইংল্যান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর