Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পৃথিবী থাকলে ফুটবল হবে: কাজী সালাউদ্দিন


২৯ জুন ২০২০ ১৯:৩৫

করোনাভাইরাসের প্রভাব বেশ ভালো ভাবেই আকড়ে ধরেছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন। আর তাতেই থমকে গেছে বাংলাদেশের পেশাদার ফুটবল লিগগুলো। প্রায় ৪ মাসে গিয়ে ঠেকেছে এই স্থবিরতার, এখনও সেভাবেই আছে সবকিছু। সামনে আবারও বাংলাদেশের বিশ্বকাপ বাছাই পর্বের খেলা শুরু হবে। সব মিলিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারশন-বাফুফের ভবনে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন এবং ফুটবলদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানেই খেলোয়াড়দের ফিটনেস ধরে রাখার পরামর্শ দেন বাফুফে বস এবং বলেন পৃথিবী থাকলে ফুটবল হবে, তাই সকল ফুটবলারদের ফিটনেস ধরে রাখতে হবে।

সোমবার (২৯ জুন) বাফুফে ভবনে জাতীয় দলের ফুটবলারদের নিয়ে বৈঠকে বসেন বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন। সেখানে ফুটবলারদের নানান দাবী তুলে ধরেন আশরাফুল ইসলাম রানা, মামুনুল ইসলামরা। খেলোয়াড়দের দাবি দাওয়া নিয়ে ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করবেন বলেও আশ্বস্ত করেন বাফুফে বস। তবে সেই সঙ্গে খেলোয়াড়দের খোঁজ খবরও নেন তিনি।

বাফুফে বস সকল ফুটবলারদের শারীরিক ফিটনেস ধরে রাখার নানান পরামর্শ দেন। এছাড়াও  ফুটবলারদের বিভিন্ন দাবি দাওয়ার বিষয়টিও আলোচনা করবেন বলে জানান। এসময় খেলোয়াড়দের আর্থিক দিক বিবেচনা করে পেশাদার লিগ দ্রুত শুরুর আহ্বান জানান জাতীয় দলের খেলোয়াড় আশরাফুল ইসলাম রানা এবং মামুনুল ইসলাম।

লিগ শুরুর ব্যাপারে কাজী সালাউদ্দিন জানান, ‘দেশে লিগ গড়ানোর নির্ভর করবে করোনাভাইরাসের পরিস্থিতির উপরে। দেখেন করোনা তো কারো এপয়েন্টমেন্ট নিয়ে আসেনি, আবার যাওয়ার সময়ও কারো এপয়েন্টমেন্ট নিয়ে যাবে না। তাই লিগ শুরুর ব্যাপারটি নির্ভর করবে দেশের করোনা পরিস্থিতির উপর। এবং সরকারের সিদ্ধান্তের ওপরে। একটা একটা বিষয় নিয়ে আমরা আগাচ্ছি। আর লিগ তো হবেই। লিগসহ সকল ফুটবল শুরুর আগে সরকার কি কি পরামর্শ দেয় সেগুলো নিয়েও আমাদের কাজ করতে হবে।’

এদিকে বিশ্বকাপ বাছাইপর্বের সময়সূচি নির্ধারণ হওয়ায় বাংলাদেশে জাতীয় দলের ফুটবলারদের অনুশীলন ক্যাম্পে ফেরানোর কথা বলা হয়েছে। আগামি আগস্টের প্রথম সপ্তাহেই আইসোলেশনের মাধ্যমে অনুশীলনে ফেরানো হবে জামাল ভূঁইয়াদের। এ ব্যাপারে বাফুফে বস বলেন, ‘ফিফা আমাদের জানিয়ে দিয়েছে অক্টোবরের ৮ তারিখ বাছাইপর্বের ম্যাচ শুরু হবে। এটার জন্য প্রস্তুতি নিতে হবে। এটা নিয়ে আমরা ফুটবলারদের সঙ্গে আলোচনা করেছি। আর এটা নিয়েই আবার আমাদের সরকারের সঙ্গে আলোচনা করতে হবে। আমরা যদি বাছাইপর্ব না খেলি তাহলে আমাদের সাসপেন্ড করা হবে। এটা একটা দুঃশ্চিন্তার ব্যাপার। আবার সরকারের অনুমতি মেলারও ব্যাপার আছে। এসব নিয়েই ফুটবলারদের সঙ্গে আলোচনা হয়েছে।’

তবে যখনই ফুটবল মাঠে ফিরুক না কেন ফুটবলারদের ফিটনেস ধরে রাখতে হবে। এমনটাই জানান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তিনি বলেন, ‘খেলোয়াড়দের পরামর্শ দিয়েছি যে তারা যেন শারীরিক ফিটনেসটা ধরে রাখে। পৃথিবী থাকলে ফুটবল থাকবেই। যখন সবকিছু ঠিক হয়ে যাবে তখন আবারও ফুটবল ফিরবে। তাই খেলোয়াড়দের ফিটনেস ধরে রাখার কথা বলেছি।’

কাজী সালাউদ্দিন ফুটবলারদের উপদেশ বাফুফে প্রেসিডেন্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর