Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নেইমার জানে ব্রাজিল তার পাশে আছে’


৬ মার্চ ২০১৮ ১৯:২৬

সারাবাংলা ডেস্ক

পিএসজির জার্সিতে লিগ ম্যাচে খেলতে গিয়ে ইনজুরিতে পড়ে অস্ত্রোপচারও করাতে হয়েছে নেইমারকে। লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছেন ব্রাজিলের এই আইকন। তাতে বিশ্বকাপে এই ব্রাজিল তারকার অনুশীলনের ঘাটতি নিয়ে শঙ্কা জেগেছে।

তবে, শঙ্কা জাগলেও নেইমারের জাতীয় দল সতীর্থ মার্সেলো জানালেন, ভয়ের কিছুই নেই। হলুদ জার্সিতে আরও শক্তিশালী হয়ে ফিরবেন নেইমার।

মার্সেলো জানালেন, ‘নেইমার জানে মানুষ তার সঙ্গে আছে, ব্রাজিল তার পাশে আছে। সে সেরে ওঠার সময় পাচ্ছে। সে বিশ্বকাপ খেলবে। আমি নিশ্চিত, সে আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে ফিরবে।’

চিকিৎসকদের মতে, পুরোপুরি সেরে উঠতে আড়াই থেকে তিন মাস সময় লাগবে নেইমারের। ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল।

সুইজারল্যান্ড ছাড়াও ‘ই’ গ্রুপে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ কোস্টারিকা ও সার্বিয়া।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর