Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা মুক্ত অপু


১ জুলাই ২০২০ ১৩:৩৮ | আপডেট: ১ জুলাই ২০২০ ১৩:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ ক্রিকেটের নাগিন ডান্সের জনক নাজমুল ইসলাম অপু করোনা মুক্ত। আক্রান্তের ৯ দিন পর গত পরশু আবারও করোনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। আজ সকালে পরিক্ষার ফলাফলে জানতে পেরেছেন তিনি করোনা মুক্ত। অবশ্য শুধু তিনিই নন, তার বাবা-মায়ের করোনা রিপোর্টও নেগেটিভ এসেছে।

বুধবার (১ জুলাই) অপু নিজেই সারাবাংলাকে খবরটি নিশ্চিত করেছেন।

তিনি জানালেন, ‘গত পরশু টেস্ট করতে দিয়েছিলাম। আজকে একটু আগে রিপোর্ট দিয়েছে। সবারই নেগেটিভ আসছে।’

আরও পড়ুন: নাজমুল ইসলাম অপুও করোনা আক্রান্ত

করোনামুক্ত হওয়ার পরের অনুভুতিটা কেমন? সারাবাংলার করা এমন প্রশ্নে অপু’র জবাব হলো, ‘এটা আসলে বলে বোঝানো যাবে না। এতদিন যে বিষণ্ণতায় ভুগছিলাম, কী হবে বা কী হচ্ছে এটা থেকে মুক্তি পেয়েছি। এই আনন্দটা অন্যরকম। মুক্তির আনন্দ যাকে বলে।’

বিজ্ঞাপন

বেশ কয়েকদিন ঠান্ডা, জ্বর, ও শরীরে ব্যথা অনুভব করার পর গত ২৪ জুন (বুধবার) নারায়ণগঞ্জ সরকারি হাসপাতালে পরীক্ষার জন্য নিজের নমুনা দিয়ে আসেন অপু। তিনদিন বাদে অর্থাৎ ২৭ জুন জানতে পারেন, তার শরীরে করোনার উপস্থিতি আছে। এরপর বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন বাঁহাতি এই স্পিনার।

করোনা মুক্ত অপু নাজমুল ইসলাম অপু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর