ডি ভিলিয়ার্সের দলের নেতা ধোনি
১ জুলাই ২০২০ ১৮:৩২
করোনাভাইরাসের আতঙ্ককে পাশ কাটিয়ে ইংল্যান্ডে ক্রিকেট ফিরছে কদিন পর। সবকিছু ঠিক থাকলে আগামী ৮ জুলাই মাঠে গড়াবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। তবে উপমহাদেশে হয়তো এখনই ক্রিকেট ফিরছে না। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি এই অঞ্চলে। ক্রিকেটহীন এই সময়টাতে লাইভ আড্ডায় সাড়া ফেলেছেন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে।
ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ থেকে নিয়মিত বিভিন্ন ক্রিকেটারদের সঙ্গে লাইভ আড্ডায় যুক্ত হচ্ছেন হার্শা। আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএলের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলাপ করছেন। আড্ডার ফাঁকে অতিথি ক্রিকেটারদের দিয়ে আইপিএলের সেরা একাদশ নির্বাচন করে নেওয়াটা নিয়মই বানিয়ে ফেলেছেন ভারতীয় ধারাভাষ্যকার। কদিন আগে হার্শা’র অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান। সাকিবের কাছ থেকেও আইপিএলের সেরা একাদশ বানিয়ে নিয়েছিলেন। এবার তার অনুষ্ঠানের অতিথি এবি ডি ভিলিয়ার্সের ক্ষেত্রেও তাই ঘটল।
হার্শার লাইভ আড্ডায় অলটাইম আইপিএল সেরা একাদশ নির্বাচন করেছেন ডি ভিলিয়ার্স। প্রোটিয়া তারকার একাদশে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। নিজেকে রেখেছেন চার নম্বর পজিশনে। তবে ডি ভিলিয়ার্স বলেছেন নিজেকে না রাখলে সেই জায়গায় অস্ট্রেলিয়ান তারকা স্টিভেন স্মিথ বা নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে রাখতেন।
ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে রেখেছেন বীরেন্দ্র শেবাগকে। তিনে অনুমিতভাবেই বিরাট কোহলি। চারে ডি ভিলিয়ার্স, পাঁচে রেখেছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকসকে। ছয় নম্বরে অধিনায়ক ও উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি। সাতে স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
চার স্পেশালিস্ট বোলারের মধ্যে ডি ভিলিয়ার্স এক স্পিনার তিন পেসারকে রেখেছেন একাদশে। সুনিল নারিনকে বাদ রেখে একমাত্র স্পিনার হিসেবেে বেছে নিয়েছেন রশিদ খানকে। ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহর সঙ্গে তিন নম্বর পেসার হিসেবে বেছে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার তরুণ তারকা কাগিসো রাবাদাকে।
ভিলিয়ার্সের আইপিএল একাদশ: বীরেন্দ্র শেবাগ, রোহিত শর্মা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, বেন স্টোকস, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, কাগিসো রাবাদা ও জাসপ্রিত বুমরাহ।