Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনুশীলনে ড্রেসিংরুম ব্যবহার না করার পরামর্শ বিসিবি’র


৪ জুলাই ২০২০ ১৩:৪৬ | আপডেট: ৪ জুলাই ২০২০ ১৬:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি জানিয়েছে করোনায় স্থবির ক্রিকেট ফেরাতে তাদের অধীনের দেশের ভেন্যুগুলো প্রস্তুত। করেনাকালে একশরও বেশি গ্রাউন্ডসম্যানের নিরলস প্রচেষ্টায় দেশের আটটি ভেন্যুর পিচ, আাউটফিল্ডসহ অন্যান্য সুযোগ সুবিধাদি তৈরির কাজ শেষ। তবে ভেন্যুগুলোকে আরো ম্যাচোপযোগী করে তুলতে তারা এখনো কাজ করে যাচ্ছেন। অনেকটা তুলির শেষ আঁচড় টানার মতোই। বিসিবি’র এই বিজ্ঞপ্তিতে একটি ইঙ্গিত সুস্পষ্ট যে মার্চ থেকে বন্ধ হওয়া ক্রিকেট পুনারায় সচল হতে যাচ্ছে। সন্দেহাতীতভাবেই এর শুরুটা হবে টাইগারদের অনুশীলনের মধ্য দিয়ে। আর সেই অনুশীলনে ড্রেসিংরুম ব্যবহার না করার জোর পরামর্শ দিচ্ছে বিসিবি মেডিকেল বিভাগ।

বিজ্ঞাপন

এক্ষেত্রে মেডিকেল বিভাগের যুক্তি হচ্ছে, করোনা সংক্রমণ ছড়ানোর জন্য ড্রেসিংরুম একটি উৎকৃষ্ট জায়গা। তাই তাদের পক্ষ থেকে সুপারিশ থাকবে যেন মাঠে অনুশীলন ফিরলে ড্রেসিংরুম বন্ধ রাখা হয়। শুধু ড্রেসিংরুমই নয়, এসময়টিতে হোম অব ক্রিকেটের যে কোনো অবকাঠামো ব্যবহার থেকেও ক্রিকেটারদের বিরত থাকার পরামর্শ তাদের। এমনকি টয়লেটও নয়।

ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে লাল সবুজের ক্রিকেটের মেডিকেল বিভাগ চাইছে যেন টয়ালেটসহ অন্যান্য প্রয়োজনীয় কাজগুলো ক্রিকেটাররা যেন বাসা থেকেই সেরে আসেন। অর্থাৎ আবাসিক ক্যাম্প ‍শুরু না হওয়া পর্যন্ত ক্রিকেটাররা যেন সোজা বাসা থেকে ভেন্যুতে এসে অনুশীলন সেরে আবার বাসাতেই ফিরে যান। কেননা এসব কাঠামো তারা যত কম ব্যবহার করবেন করোনা ঝুঁকি ততই কম থাকবে।

সারাবাংলার সঙ্গে একান্ত আলাপকালে কথাগুলো জানাচ্ছিলেন বিসিবি’র প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধূরী।

তিনি বললেন, ‘আমরা যখন অনুশীলন শুরু করব চাইব যেন ড্রেসিংরুম ব্যবহার করা না হয়। কেননা ড্রেসিংরুম জীবাণু ছড়ানোর একটা উৎকৃষ্ট জায়গা। চেষ্টা করব ড্রেসিং রুম বন্ধ রাখতে। বাসা থেকে প্রস্তুত হয়ে অনুশীলন সেরে ক্রিকেটাররা সরাসরি বাসায় চলে যাবে। শুধু ড্রেসিং রুম না নির্দেশনা দেওয়া হবে কোনো কিছুই যেন ব্যবহার করতে না হয়। না পারলে টয়লেট ও না। তবে জরুরী প্রয়োজনের জন্য আমরা টয়লেট প্রস্তুত রাখব। এগুলো যতকম ব্যবহার করবে তত নিরাপদ থাকবে।’

আইসিসি’র গাইডলাইন অনুসারে‌ স্বাস্থ্যবিধি মেনে টাইগারদের অনুশীলন ক্যাম্প পরিচালনার যাবতীয় পরিকল্পনা মূলত বিসিবির মেডিকেল বিভাগই দেবে। জানা গেছে ইতোমধ্যে তারা ত্রিমুখী পরিকল্পনা হাতে নিয়েছেন।

ক্রিকেটারদের অনুশীলন ড্রেসিং রুম বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর