মঈন বেয়ারস্টোকে বাইরে রেখে ইংল্যান্ডের দল ঘোষণা
৪ জুলাই ২০২০ ১৭:৪২
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দলে জায়গা হয়নি প্রাথমিক স্কোয়াডে থাকা মঈন আলীর। দলে স্পিনার হিসেবে সুযোগ পেয়েছেন ডম বেস। উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টোকেও দলে রাখা হয়নি।
গত অ্যাশেজে টেস্ট ক্যারিয়ার থমকে গিয়েছিল মঈনের। ফর্মহীনতার কারণে অ্যাশেজের প্রথম টেস্টের পর বাদ পড়েছিলেন। পরে টেস্ট ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য স্বেচ্ছায় অবসরে যান মঈন। ইসিবি’র লাল বলের চুক্তি থেকেও বাদ পড়েন অভিজ্ঞ এই স্পিনিং অলরাউন্ডার। তবে কাউন্টিতে খেলছিলেন দুর্দান্ত।
সেই কারণেই কিনা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথমিক দলে ডাক পেয়েছিলেন। মনে করা হচ্ছিল, আবারও হয়তো ইংল্যান্ডের সাদা জার্সি গায়ে মাঠ মাতাতে দেখা যাবে অভিজ্ঞ ক্রিকেটারকে। তা আর হলো না। এদিকে জস বাটলারকে একাদশে চূড়ান্ত ধরেই হয়তো বাদ দেওয়া হয়েছে বেয়ারস্টোকে।
সাউদাম্পটনে আগামী ৮ জুলাই থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি। আগেই জানানো হয়েছিল দর্শকহীন জৈব-সুরক্ষিত নিরাপদ পরিবেশে হবে সিরিজের সবগুলো ম্যাচ।
প্রথম টেস্টের জন্য ইংল্যান্ডের স্কোয়াড: বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার, ডম বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার (উইকেটরক্ষক), জ্যাক ক্রাওলি, জো ডিনলে, অলি পোপ, ডম সিবলি, ক্রিস ওকস ও মার্ক উড।
ইংল্যান্ড দল ঘোষণা ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড সিরিজ জনি বেয়ারস্টো মঈন আলী