Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাড়িচাপায় মানুষ হত্যা, গ্রেফতার হয়েছেন কুশল মেন্ডিস


৫ জুলাই ২০২০ ১৪:২৯

শ্রীলংকান ক্রিকেটের ওপর দিয়ে যেন দুর্যোগের ঘনঘটা বইছে। ক’দিন আগে কাছে মাদক রাখায় গ্রেফতার হয়েছিলেন শেহান মাদুস্কা, এরপরে ২০১১ বিশ্বকাপ নিয়ে ফিক্সিংয়ের অভিযোগ। এবার গাড়িচাপায় মানুষ হত্যা করে গ্রেফতার হয়েছেন লংকান ব্যাটসম্যান কুশল মেন্ডিস।

আজ রোববার (৫ জুলাই) শ্রীলংকার ব্যাটসম্যান কুশল মেন্ডিসকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। লংকান পুলিশ জানিয়েছে, গাড়িচাপায় এক বৃদ্ধকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মেন্ডিসকে। আজ ভোর পাঁচটায় কলম্বোর কাছে পানাদুরা নামের এক জায়গায় মেন্ডিসের গাড়ি একটি বাইসাইকেলে আঘাত করে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সাইকেলটি চালাচ্ছিলেন ৭৪ বছর বয়সী এক বৃদ্ধ। অবশ্য নিহতের বয়স নিয়ে দ্বিধা সৃষ্টি করেছে শ্রীলংকান গণমাধ্যম ডেইলি নিউজ। তারা জানিয়েছে নিহত ব্যক্তির বয়স ৬৪।

মেন্ডিসকে আজই আদালতে হাজির করা হবে বলে নিশ্চিত করেছে শ্রীলংকা পুলিশ। এখনো দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে লংকান পুলিশ।

২৫ বছর বয়সী মেন্ডিস শ্রীলংকার হয়ে ৪৪টি টেস্ট, ৭৬টি ওয়ানডে ও ২৬টি টি-টোয়েন্টি খেলেছেন। টেস্টে ৩৭ গড়ে ২হাজার ৯শ ৯৫ রান, ওয়ানডেতে ৩০ দশমিক ৫২ গড়ে করেছেন ২হাজার ১শ ৬৭ রান। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে মেন্ডিসের। করোনাভাইরাসের কারণে লকডাউন শেষে শুরু হওয়া শ্রীলংকার অনুশীলন ক্যাম্পে ছিলেন।

কুশল মেন্ডিস গাড়িচাপায় মানুষ হত্যা গ্রেফতার কুশল মেন্ডিস শ্রীলংকান ক্রিকেটার


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর