নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতেই লন্ডনে বিসিবি সভাপতি
৫ জুলাই ২০২০ ১৬:০৬
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গুরুতর কোনো অসুখে ভুগছেন না। এমনকি তার পুরনো অসুখও হুট করে মাথাচাড়া দিয়ে ওঠেনি। তিনি লন্ডনে গিয়েছেন মূলত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের সম্প্রতি লন্ডন যাওয়া নিয়ে একটি গুঞ্জন চাউর হয়েছে। সেটা হলো তিনি নাকি গুরুতর অসুস্থ! তার প্রোস্টেটের পুরনো সমস্যা হঠাৎ করেই প্রকট হয়েছে বিধায় অপারেশন করতে গত ২১ জুন লন্ডনের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন।
ঘটনার সত্যতা জানতে বিসিবি সভাপতির একান্ত সহকারী তওহিদ মাহমুদের সঙ্গে যোগাযোগ করে সারাবাংলা।
এই প্রতিবেদকের সঙ্গে একান্তে আলাপকালে বিসিবি সভাপতির সহকারী জানান, ‘স্যার গুরুতর অসুস্থ নন, তিনি লন্ডন গিয়েছেন রেগুলার চেকআপ করাতে। উনার প্রোস্টেটের একটা সমস্যা আছে। আরো আগেই হয়তো যেতেন কিন্তু আপনি জানেন করোনার কারণে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় উনি আগে যেতে পারেননি। স্যার এখন লন্ডনে হোম কোয়ারেনটাইনে আছেন। কোয়ারেনটাইন শেষ হলে তিনি চিকিৎসকের শরণাপন্ন হবেন। চিকিৎসক যদি মনে করেন তাকে অপারেশন করতে হবে তাহলে হবে না হলে দরকার নেই।’
টপ নিউজ নাজমুল হাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিসিবি সভাপতি স্বাস্থ্য পরীক্ষা করাতে ইংল্যান্ডে