১০০ জন দুস্থ ফুটবলারদের পাশে বাফুফে
৫ জুলাই ২০২০ ২০:১২
ঢাকা: করোনার মহামারিতে বিপদগ্রস্থ ১০০ জন ফুটবলারদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আরকিউব ফাউন্ডেশনের উদ্যোগে ও ফেডারেশনের তত্ত্বাবধানে নারী-পুরুষ মিলিয়ে বয়সভিত্তিক অসহায় ফুটবলারদের আর্থিক সহযোগিতা করা হয়েছে।
আজ রবিবার (৫ জুন) মতিঝিলস্থ বাফুফে ভবনে বয়স ভিত্তিক ১০০ জন ফুটবল খেলোয়াড় (৭০ জন পুরুষ ও ৩০ জন নারী) এর মধ্যে আর্থিক অনুদান, হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড গ্লোভস বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পাইওনিয়ার ফুটবল লিগসহ বয়সভিত্তিক ফুটবলারদের এই সহযোগিতা করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরকিউব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম, বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্য ও পাইওনিয়ার ফুটবল লীগ কমিটির ডেপুটি চেয়ারম্যান অমিত খান শুভ্র, বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এবং সংশ্লিষ্ট পুরুষ ও নারী ফুটবল খেলোয়াড়বৃন্দ।