মেসি-রোনালদোর রাজত্বে হানা দিচ্ছেন লেভানডফস্কি!
৫ জুলাই ২০২০ ২০:২০
গত এক যুগ ধরে ব্যালন ডি’অর পুরস্কারটা নিজেদের ‘সম্পত্তি’ই বানিয়ে রেখেছেন লিওনেল মেসির আর ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০০৮ সাল থেকে ১২ বারের মধ্যে ১১ বারই এই পুরস্কার গেছে মেসি-রোনালদো হাতে। আর্জেন্টিনার বার্সেলোনা অধিনায়ক মেসি জিতেছেন ৬ বার, পর্তুগিজ যুবরাজ রোনালদো ৫ বার। মেসি-রোনালদো এবার আধিপত্য ধরে রাখতে পারেন কিনা নিয়ে সন্দেহ।
এবারের বর্ষসেরা পুরস্কারটা বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেভানডফস্কির হাতেও দেখছেন কেউ কেউ। চলতি মৌসুমে অনেকটা মুড়িমুড়কির মতোই গোল করে চলেছেন লেভা।
মৌসুমে বায়ার্ন মিউনিখের এখনো বেশ কিছু ম্যাচ বাকি। এরই মধ্যে গোলের অর্ধশতক পূর্ণ হয়েছে লেভানডফস্কির। সব প্রতিযোগিতা মিলিয়ে এবার ৪৩ ম্যাচে ৫১ গোল করে ফেলেছেন পোলিশ তারকা। এর মধ্যে লিগে ৩১ ম্যাচে ৩৪ গোল। এই হিসেবে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো অনেকটাই পিছিয়ে।
মেসি বার্সেলোনার জার্সি গায়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭ ম্যাচে করেছেন ২৭ গোল। জুভেন্টাসের হয়ে রোনালদো ৩৮ ম্যাচে করেছেন ২৯ গোল। শিরোপা জয়ের হিসেবেও এখন পর্যন্ত এগিয়ে লেভাডফস্কি। আগেই বুন্দেসলিগা জেতা লেভাডফস্কি বায়ার্নের হয়ে একদিন আগে জার্মান কাপ জিতেছেন।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়েও ভালো অবস্থানে বায়ার্ন। লেভা ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার টুর্নামেন্টটিতে ৬ ম্যাচে করেছেন ১১ গোল। বায়ার্ন মিউনিখের কোচ হ্যান্সি ফ্লিক মনে করছেন, লেভানডফস্কির এমন ফর্ম মেসি-রোনালদোর রাজত্বে চিড় ধরাতে পারে। এবার ব্যালন ডি’অর জিততে পারেন লেভা বলছেন বায়ার্ন কোচ।
এক প্রশ্নের জবাবে ফ্লিক বলেন, ‘যে লিগে ৩৪ বার লক্ষ্যভেদ করেছে। আপনি যখন এমনটা দেখেন তখন পরিসংখ্যানই আপনার এটা ভাববার জন্য যথেষ্ট যে, বুন্দেসলিগার কোনো খেলোয়াড়ও বিশ্বের সেরা ফুটবলারের পুরস্কার (ব্যালন ডি’অর) জিততে পারে।’