Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিয়ালের ম্যাচের রেফারিংয়ের সমালোচনা, জরিমানা গুনছেন বার্তোমেউ


৬ জুলাই ২০২০ ২১:৫০

টানা দুই ম্যাচে লা লিগায় শেষ মুহুর্তে পেনাল্টি পেয়ে সেখান থেকে গোল করে জয় ছিনিয়ে নেয় রিয়াল। আর তাতেই লা লিগায় ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি প্রযুক্তির (ভিএআর) ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন জোসেপ মারিয়া বার্তোমেউ। তার অভিযোগ, ভিএআরের অধিকাংশ সিদ্ধান্ত যায় একটি নির্দিষ্ট দলের পক্ষে। সরাসরি কোনো দলের নাম উল্লেখ না করলেও বার্সেলোনা সভাপতির ইঙ্গিত, সুবিধা পাওয়া সেই দল রিয়াল মাদ্রিদ।

বিজ্ঞাপন

অ্যাথলেটিক ক্লাব বিলবাওয়ের বিপক্ষের ম্যাচে রিয়াল মাদ্রিদের পাওয়া পেনাল্টির পর তা নিয়ে বিতর্কিত ‘খোঁচা’ মারেন বার্সা সভাপতি। তিনি বলেন, ‘আমি বিলবাও ম্যাচটা দেখেখি। মাদ্রিদ আরেকটি জয় পেল। আমাদের কথা, যেটা আমি আবারও বলছি, আমার খারাপ লেগেছে, বিশ্বের সেরা লিগে ভিএআরের যে মান আমরা আশা করেছিলাম, সে পর্যায়ে নেই।’

‘লিগ পুনরায় শুরু হওয়ার পর থেকে ভিএআরে আসা সিদ্ধান্তগুলো খুব একটা ন্যায্য হয়নি এবং সেটা ম্যাচের ফলের ওপর প্রভাব ফেলছে। মনে হচ্ছে, একই দলের প্রতি সবসময় পক্ষপাত করা হচ্ছে। অনেক ম্যাচ হয়েছে, যেখানে ভিএআর একই দলকে সাহায্য করেছে। এবং সেটা অনেক দল ফলের দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

আর এমন বিতর্কের পরেই নড়েচড়ে বসে স্প্যানিশ ফুটবল ফেডারেশন’র (আরএফইএফ) টেকনিক্যাল কমিটি (সিটিএ)। তারা রোববারের এই ঘটনা নিয়ে তদন্ত করে। তবে কেবল ভিএআরের এই সিদ্ধান্তই নয়, লা লিগায় রেফারিদের দেওয়া বেশিরভাগ সিদ্ধান্ত নিয়েই পরবর্তী আলোচনা হয়। আর অ্যাথলেটিক ক্লাব বিলবাওয়ের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচে রেফারির দেওয়া সিদ্ধান্ত নিয়েও আলোচনা হয়েছে। আর সেখান থেকে সিটিএ সিদ্ধান্ত জানায় মার্সেলোকে দেওয়া পেনাল্টির সিদ্ধান্ত শতভাগ সঠিক ছিল এবং রাউল গার্সিয়ার পায়ের ওপর রামোসের পায়ের পাড়া লাগায় পেনাল্টি না দেওয়ার ব্যাপারটিও সঠিক বলেই জানিয়েছে সিটিএ।

ওই ম্যাচের রেফারে হোসে গঞ্জালেজ গঞ্জালেজ এবং ভিএআর’র দায়িত্বে থাকা জেসুস গিল মাঞ্জানো সঠিকভাবে সিদ্ধান্ত দিয়েছে বলে জানিয়ে দেয় সিটিএ। আর রেফারির সিদ্ধান্ত নিয়ে সংবাদমাধ্যমে সমালোচনা করায় বার্সেলোনার সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ এবং অ্যাথলেটিক ক্লাব বিলবাওয়ের অধিনায়ক ইকার মুনিয়ানকে ১৮ হাজার ইউরো পর্যন্ত জরিমানা করা হতে পারে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।

বিজ্ঞাপন

এদিকে এমন সমালোচনায় ক্ষুদ্ধ রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। বার বার বলা হচ্ছে ভিএআরের কারণেই তার দল রিয়াল মাদ্রিদ লিগের শীর্ষে আছে- এমন কথায় ক্ষুদ্ধ জিদান। তিনি বলেন, ‘আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলতে বলতে অনেক বিরক্ত। সবসময় বলা হয় আমরা কেবল রেফারির সহায়তা নিয়েই ম্যাচ জিতি কিন্তু আমাদের দলকে কোনো সম্মান দেখানো হয় না।’

জিদানের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ ঝাড়লেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস। তিনি বলেন, ‘রেফারিদের সাহায্য নিয়ে আমরা লিগ জিততে বা হারাতে যাচ্ছি না। যারা ভুল করেছে এবং লক্ষ্য অর্জন করতে পারেনি, এর জন্য তাদের নিজেদের নিয়ে ভাবা উচিত। রিয়াল মাদ্রিদ যে শীর্ষে আছে, তা রেফারির জন্য নয়।’

এ ব্যাপারে রিয়ালের নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনে অবশ্য রামোসদের পাশে এসেই দাঁড়িয়েছেন। সিমিওনে বলেন, ‘এখানে আমার মনে হয় না যে কেউ বাড়তি কোনো সুবিধা পাচ্ছে। রিয়াল মাদ্রিদ ভিএআরের কারণে পেনাল্টি পাচ্ছে? এর কারণ তারা বেশি আক্রমণ করছে। দেখুন ভিএআরের মাধ্যমে কখনো আমরা সুবিধা পাবো আবার কখনো আমরা ক্ষতিগ্রস্ত হবো। এখন পর্যন্ত আমার কাছে সবকিছু সন্তোষজনক এবং স্বচ্ছ মনে হয়েছে।’

জরিমানা গুনতে হচ্ছে জোসেপ মারিয়া বার্তেমেউ বার্সেলোনা প্রেসিডেন্ট রেফারিং নিয়ে সমালোচনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর