স্ট্রাইকার হয়ে গোল, গোলরক্ষক হয়ে দলকে জেতালেন ওক্যাম্পস
৭ জুলাই ২০২০ ১৩:২৪
স্প্যানিশ লা লিগার মৌসুমের শেষ দিকে এসে খেলা জমে উঠেছে। মাঠের খেলা যেমন জমজমাট তেমনি মাঠের বাইরেও কথার লড়াই চলছে। এর মধ্যে সেভিয়া এবং এইবারের মধ্যকার ম্যাচে ঘটে গেল অদ্ভুত এক ঘটনা। সেভিয়া স্ট্রাইকার লুকাস ওক্যাম্পস প্রথমে গোল করেছেন এবং শেষ দিকে দলের গোলরক্ষক আঘাত পেয়ে মাঠ ছাড়লে নিজেই বনে যান গোলরক্ষক। শেষ পর্যন্ত তার একমাত্র গোলেই এইবারকে ১-০ ব্যবধানে হারিয়ে লিগের ৪র্থ স্থানে ধরে রেখেছে সেভিয়া।
ঘরের মাঠ এস্তাদিও রামোস সানচেজে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ এইবারকে আতিথ্য দেয় সেভিয়া। ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি দু’দলের কেউই। অবশেষে দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে গোল করে সেভিয়াকে এগিয়ে নিলেন লুকাস ওক্যাম্পস। জয়ের জন্য এই এক গোলই যথেষ্ট ছিল যতক্ষণ পর্যন্ত গোল না হজম করে সেভিয়া। ম্যাচের প্রায় শেষ মুহুর্ত পর্যন্ত ধরেও রেখেছিল লিড। তবে দুঃশ্চিন্তার কারণ হয়ে এল অতিরিক্ত সময়ে একেবারে শেষ মিনিটে এইবারের শট গিয়ে লাগে সেভিয়ার বারপোস্টে। ম্যাচ ততক্ষণে সবমিলিয়ে ১০০ মিনিট পেরিয়ে গেছে, কিন্তু তখন পর্যন্তও সব ঠিকঠাক ছিল। কিন্তু শট সেভ করতে গিয়ে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে সঙ্গে সংঘর্ষে সেভিয়া গোলরক্ষক থমাস ভাচলিক পেলেন আঘাত। সে আঘাত এমনই যে স্ট্রেচারে মাঠ ছাড়তে হলো তাকে। আর এইবার পেল কর্নার।
নিয়মানুযায়ী গোলরক্ষকের বদলি হিসেবে আরেকজন গোলরক্ষক মাঠে নামাতে পারবে সেভিয়া। কিন্তু একি? আগেই দলের পাঁচটি বদলির সবগুলোই করে ফেলেছেন সেভিয়ার বর্তমান কোচ হুলেন লোপেতেগুই, তাহলে এখন কি করণীয়? বাধ্য হয়েই ম্যাচের বাকি সময় ১০ জনের দল নিয়েই খেলতে হবে সেভিয়াকে আর গোলরক্ষকের বদলি হিসেবে মাঠের কোনো খেলোয়াড়কেই খেলতে হবে।
কে দাঁড়াবেন গোলপোস্টের নিচে? আর কাউকে না পেয়ে ম্যাচে সেভিয়ার হয়ে একমাত্র গোলদাতা লুকাস ওক্যাম্পস ভাচলিকের জার্সি গায়ে চাপিয়ে দাঁড়িয়ে গেলেন গোলবারের নিচে। তখন খেলার একেবারে শেষ মুহুর্ত। তাই তো মরিয়া হয়ে একটি পয়েন্টের জন্য এইবারের গোলরক্ষকসহ উঠে এসেছেন সেভিয়ার ডিবক্সে। কর্নারের পর গোলের ৮ গজ দূরে বলও পেয়ে গেলেন এইবার গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচ। শট করলেন গোল বরাবর, কিন্তু গোল পেলেন না ওকাম্পোসের এক সেভের কারণে।
এইবারের আক্রমণ তখনও থামেনি। ওকাম্পোস গোল করেছিলেন হেসুস নাভাসের ক্রস থেকে হেডে। ফিরতি শট সেই নাভাস ক্লিয়ার করলেন গোললাইন থেকে। এরপরই দম ছাড়ার সুযোগ হয়েছে ওকাম্পসদের। এরপরেই ম্যাচ শেষের বাঁশি বাজালেন রেফারি। অবশেষে হাঁপ ছেড়ে বাঁচলেন সেভিয়ার সমর্থক থেকে শুরু করে কোচ লোপেতেগুই এবং স্ট্রাইকার থেকে গোলরক্ষক বনে যাওয়া লুকাস ওক্যাম্পস।
চলতি মৌসুম লা লিগায় ১৫তম গোলের সঙ্গে শেষদিকের বীরত্বে আর্জেন্টাইন স্ট্রাইকার ওক্যাম্পস টানা দ্বিতীয় জয় এনে দিয়েছেন সেভিয়াকে। পয়েন্ট টেবিলে ৩৪টি ম্যাচ শেষে ৬০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে সেভিয়া। আর এই অবস্থান ধরে রাখতে পারলে সামনে মৌসুমে চ্যাম্পিয়নস লিগের জায়গা নিশ্চিত হয়ে যাবে লোপেতেগুইর দলের।
অদ্ভুত কান্ড আর্জেন্টাইন স্ট্রাইকার লুকাস ওক্যাম্পস সেভিয়া সেভিয়া বনাম এইবার স্প্যানিশ লা লিগা