গ্রিজম্যানের মরার ওপর খাঁড়ার ঘা
১২ জুলাই ২০২০ ২২:৫৭
অনেক ঢাকঢোল পিটিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে বার্সেলোনায় এসে সুবিধা করতে পারছেন না অ্যান্থনিও গ্রিজম্যান। কাতালান ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৪৫ ম্যাচ খেলে করেছেন ১৫ গোল। তার মধ্যে লিগে ৩৫ ম্যাচে মাত্র ৯ গোল। বার্সেলোনা কোচের আস্থাই যেন হারিয়ে ফেলেছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার। করোনাভাইরাসের মধ্যে পুনরায় ফুটবল শুরু হওয়ার পর গ্রিজম্যানকে এক ম্যাচেও ফুল টাইম খেলাননি বার্সা কোচ কিকে সেতিয়েন।
অ্যাটলিকো মাদ্রিদের বিপক্ষে লা লিগার ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন মাত্র ২ মিনিট। এসব নিয়ে গ্রিজম্যানের পরিবারের সঙ্গে দেন-দরবারও হয়ে গেল বার্সার। শোনা যাচ্ছে, গ্রিজম্যানকে বিক্রি করার চিন্তাও নাকি করছে কাতালান ক্লাবটি। এর মধ্যেই চোটের কবলে পড়লেন ফরাসি তরুণ।
আজ রোববার (১২ জুলাই) বার্সেলোনার ওয়েবসাইটে জানানো হয়েছে, ঊরুর পেশিতে চোট পেয়েছেন ২৯ বছর বয়সী তারকা। সুস্থ হয়ে কবে মাঠে ফিরতে পারেন তা জানায়নি বার্সেলোনা। তবে স্প্যানিশ ক্রীড়া পত্রিকা স্পোর্তের প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত তিন সপ্তাহ দলের বাইরে থাকতে হবে গ্রিজম্যানকে। তেমনটা হলে চলতি মৌসুমে লা লিগায় বার্সেলোনার শেষ দুই ম্যাচ খেলা হবে না ফরাসি তরুণের।
আগামী বৃহস্পতিবার ঘরের মাঠে ওসাসুনার বিপক্ষে খেলবে বার্সা। তার তিনদিন পর আলাভেসের মাঠে লিগের শেষ ম্যাচ খেলতে নামবে কাতালান ক্লাবটি। গতকাল শনিবার (১১ জুলাই) রিয়াল ভায়াদলিদের বিপক্ষে বার্সেলোনার ১-০ গোলে জেতা ম্যাচে প্রথমার্ধে মাঠে ছিলেন গ্রিজম্যান। তবে দ্বিতীয়ার্ধে তাকে বসিয়ে লুইস সুয়ারেজকে মাঠে নামান বার্সা কোচ।