Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মরিনহো-গার্দিওলার ‘ঠোকাঠুকি’


১৪ জুলাই ২০২০ ২৩:৩৩

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার মিমাংসা হয়েছে অনেক আগেই। ৩০ বছর পর এবার প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে লিভারপুল। তবে শিরোপার মিমাংসা হলেও কিন্তু ঝাঁজ কমেনি ইংল্যান্ডের ক্লাব ফুটবলে। মাঠে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ নিশ্চিতের লড়াই করছে ক্লাবগুলো। মাঠের বাইরে ঠোকাঠুকি লেগেছেন কোচেরা।

ম্যানচেস্টার সিটির নিষেধাজ্ঞা থেকে মুক্তি নিয়ে ত্রিমুখী কথার লড়াইয়ে জড়িয়ে পড়েছেন পেপ গার্দিওলা, হোসে মরিনহো ও ইয়ুর্গেন ক্লপ। আর্থিক স্বচ্ছতার ধারা ভঙ্গ ও ইউরোপিয়ান লিগের গর্ভনিং বডির প্রতি অনাস্থা জ্ঞাপনের অভিযোগে দুই বছরের জন্য উয়েফা চ্যাম্পিয়নস লিগে নিষিদ্ধ হয়েছিল ম্যানচেস্টার সিটি। আপিলের প্রেক্ষিতে সেই নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলেছে ম্যানসিটির। গতকাল সোমবার (১৩ জুলাই) নিষেধাজ্ঞা মুক্তির রায় পেয়েছে ম্যানচেস্টারের ঐতিহ্যবাহী ক্লাবটি। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি সিটির জরিমানাও কমানো হয়েছে।

বিজ্ঞাপন

সিটির সমর্থকরা নিশ্চয় মহাখুশী। সামনের মৌসুম থেকেই যে ইউরোপীয় ক্লাব প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করতে পারবে ক্লাবটি। তবে প্রতিদ্বন্দ্বীরা কী আর খুশি হয়! ইংলিশ ফুটবলে ম্যানসিটির অন্যতম প্রতিদ্বন্দ্বী লিভারপুল ও টটেনহামের কোচ সরাসরিই অসন্তুষ্ঠি প্রকাশ করেছেন। টটেনহামের কোচ হোসে মরিনহো রাখঢাক না রেখে সিটির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টিকে ‘লজ্জাজনক’ই বলেছেন।

মরিনহো হয়তো অপেক্ষাতেই ছিলেন, কে তাকে প্রশ্নটা করে! এ বিষয়ে প্রশ্ন করতেই টটেনহাম কোচের উত্তর, ‘এটা লজ্জাজনক সিদ্ধান্ত কারণ সিটি যদি দোষী না হয়ে থাকে তবে তাঁদের ১ কোটি ইউরোর শাস্তি কেন। দোষী না হলে তো জরিমানা হবে না। আর তারা দোষী হলেও তো সিদ্ধান্তটা লজ্জাজনক, তাহলে তো তাদের টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ হওয়া উচিত। আমি জানি না ম্যানচেস্টার সিটি দোষী কি নির্দোষ তবে যাই হোক এটা লজ্জাজনক সিদ্ধান্ত।’

বিজ্ঞাপন

লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ অবশ্য অতোটা আক্রমণাত্মক নন। সমালোচনা ঠিকই করেছেন, ‘আমি কারও কোনো ক্ষতি চাই না। তবে আমার মনে হয় না দিনটা (সিটির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তের দিন) ফুটবলের জন্য ভালো দিন ছিল। আর্থিক সংগতির নীতি (এএফপি) একটি ভালো নিয়ম। কেউ যেন অতিরিক্ত খরচ না করে এবং বৈধ উৎস থেকে অর্থের আগমন নিশ্চিত করতেই নিয়মটা করা।’

এসব কথা স্বাভাবিকভাবেই ভালো লাগেনি ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার। সমালোচকদের আদালতে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্প্যানিশ কোচ। তিনি বলেন, ‘হোসে (মরিনহো) ও অন্য ম্যানেজারদের জানা উচিত ক্ষতিটা আমাদের হয়েছিল। তাদের উচিত কথা না বলে আদালতে গিয়ে প্রমাণ দেওয়া। আমাদের কাছে দুঃখপ্রকাশ করা উচিত (উয়েফার)। আমি আগেও বলেছি আমরা দোষ করে থাকলে উয়েফা ও সিএসের সিদ্ধান্ত মেনে নিতাম।’

ইয়্যুর্গেন ক্লপ পেপ গার্দিওলা হোসে মরিনহো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর