দুটি ফ্র্যাঞ্চাইজি থেকে প্রস্তাব পেয়েছিলেন মাহমুদউল্লাহ
১৫ জুলাই ২০২০ ১৭:০০
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) এবারের আসরে খেলতে দুই দুইটি ফ্র্যাঞ্চাইজি থেকে প্রস্তাব পেয়েছিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ। সেইন্ট লুসিয়া ও সেইন্ট কিটস তাকে এই আসরে দলে ভেড়ানোর অভিপ্রায় ব্যক্ত করেছিল। কিন্তু তিনি তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
মাহমুদউল্লাহ অনাগ্রহ দেখিয়েছেন মূলত পরিবারের কথা চিন্তা করে। কেননা বৈশ্বিক মহামারির এই সময়ে ভিনেদেশে লিগ খেলতে যাওয়াটা তার কাছে সমিচীন মনে হয়নি।
বুধবার (১৫ জুলাই) মাহমুদউল্লাহ রিয়াদ নিজেই সারাবাংলাকে একথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘প্রস্তাব পেয়েছিলাম কিন্তু ফ্যামিলি কনসার্নের জন্য মানা করে দিয়েছি। দুইটা দল প্রস্তাব দিয়েছিল সেইন্ট লুসিয়া ও সেইন্ট কিটস। কভিড-১৯ এর জন্য মানা করে দিয়েছি।’
২০১৭ সালের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জ্যামাইকা তালাওয়াশের হয়ে ৫টি ম্যাচ খেলেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।
মাহমুদউল্লাহ ছাড়াও তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমান সিপিএলের এই আসরের জন্য ডাক পেয়েছিলেন। কিন্তু দুজনই দেশের করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে সেই ডাকে সাড়া দেননি।
১৮ আগস্ট থেকে নিজেদের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের অষ্টম আসর শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। আসরের ফাইনাল হবে ২০ সেপ্টেম্বর। টুর্নামেন্ট হবে শুধু ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে।