অন্য উচ্চতায় ক্যারিবিয়ান অধিনায়ক
১৫ জুলাই ২০২০ ১৭:২৫
সাউদাম্পটন টেস্টে ওয়েস্ট ইন্ডিজের স্মরণীয় জয়ে বড় অবদান জেসন হোল্ডারের। প্রথম ইনিংসে মাত্র ৪২ রানে ৬ উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে অল্পতেই গুটিয়ে দিয়েছিলেন ক্যারিবিয়ান অধিনায়ক। সব মিলিয়ে ম্যাচে ৭ উইকেট পেয়েছেন। হোল্ডার দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন হাতেনাতেই। টেস্টে বোলিং র্যাঙ্কিংয়ে দুই নম্বরে উঠে এসেছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার।
র্যাঙ্কিংয়ে ডানহাতি অলরাউন্ডারের সেরা উন্নতি এটি। রেটিং পয়েন্টেও নিজের শীর্ষ পর্যায়ে পৌঁছেছেন। সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে হোল্ডারের রেটিং পয়েন্ট ৮৬২। ক্যারিয়ারে তার সেরা রেটিং এটি। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে গত দুই দশকের সেরা।
ক্যারিবিয়ান বোলারদের মধ্যে ইতিহাস সেরা রেটিং পয়েন্ট কোর্টনি ওয়ালশের। ২০০০ সালের আগস্টে বাংলাদেশের সাবেক বোলিং কোচের রেটিং পয়েন্ট ছিল ৮৬৬। অর্থাৎ আর ৫টি রেটিং পেলেই ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রেটিংধারী বোলার বনে যাবেন হোল্ডার।
ব্যাটিং র্যাঙ্কিংয়ে আগের অবস্থান ৩৫’শেই আছেন তিনি। আর অলরাউন্ডার রেটিংয়ে যথারীতি শীর্ষে। ৪৮৫ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে হোল্ডার। দুই নম্বরে থাকা ইংল্যান্ডের বেন স্টোকসের রেটিং পয়েন্ট ৪৩১। তিনে থাকা রবীন্দ্র জাদেজার পয়েন্ট ৩৯৭।
সাউদাম্পটন টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নেওয়া শ্যানন গ্যাব্রিয়েল একধাপ এগিয়ে উঠে এসেছেন ১৮ নম্বরে। ৯৫ রান করা ক্যারিবিয়ান তরুণ জারমেইন ব্ল্যাকউড ১৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫৮ নম্বরে। ব্যাটিং র্যাঙ্কিংয়ে সবার ওপরে যথারীতি অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ।