Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিমানী ব্রডকে ফেরালো ইংল্যান্ড, বিশ্রামে অ্যান্ডারসন


১৬ জুলাই ২০২০ ০০:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাউদাম্পটন টেস্টের দলে সুযোগ না পাওয়াতে হতাশা, ক্ষোভ গোপন করেননি স্টুয়ার্ট ব্রড। ধুয়ে দিয়েছিলেন নির্বাচকদের। অভিমানী ব্রডকে ওল্ড ট্রাফোর্ড টেস্টের দলে ফিরিয়েছে ইংল্যান্ড। ব্রডের সঙ্গে দলে ঢুকেছেন টেস্ট দলের নিয়মিত অধিনায়ক জো রুট ও পেসার স্যাম ক্যারেন। বিশ্রাম দেওয়া হয়েছে অপর দুই পেসার অভিজ্ঞ জেমস অ্যান্ডারসন ও মার্ক উডকে। রুটকে জায়গা করে দিতে গিয়ে বাদ পড়েছেন জো ডেনলি।

রুটের অন্তভূক্তিটা অনুমিতই ছিল। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে প্রথম টেস্ট থেকে ছুটি চেয়ে নিয়েছিলেন। সাউদাম্পটনে প্রথম টেস্ট চলাকালেই জানিয়েছিলেন, ফিরতে প্রস্তুত তিনি। অন্য দিকে ব্রড, ক্যারেনকে ফেরানো হয়েছে ঠাসা সিডিউলের কথা চিন্তা করে।

বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে সাত সপ্তাহে ছয়টি টেস্ট খেলবে ইংল্যান্ড। ফলে টানা না খেলিয়ে ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে খেলানোর চিন্তা করছে ইংল্যান্ড। বিশেষ করে পেসারদের। সেই চিন্তাতেই অ্যান্ডারসন, উডকে বাইরে রেখে ব্রড, ক্যারেনকে দলে ডাকা।

স্টুয়ার্ট ব্রড ইংল্যান্ডের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেটের মালিক। সাদা পোশাকের ক্রিকেটে তার উইকেট ৪৮৫টি। অভিজ্ঞ ব্রড বাদ পড়ার তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরে মাঠে মরিয়া থাকবেন বলছেন জো রুট। ইংলিশ অধিনায়ক বলেন, ‘স্টুয়ার্টকে (ব্রড) নিয়ে একটা কথা নিশ্চিত ধরে নিতে পারেন আবার সুযোগ পাওয়ার পর সে ভালো করে অনেক মানুষকে ভুল প্রমাণ করতে মরিয়া থাকবে।’

উল্লেখ্য, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হওয়ার কথা আগামীকাল বৃহস্পতিবার (১৬ জুন)। দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা থেকে।

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ স্টুয়ার্ট ব্রড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর