Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রীড়া সাংবাদিকের বাবার মৃত্যুতে বিএসপিএ’র শোক


১৮ জুলাই ২০২০ ১৪:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসিয়েশনের সদস্য (বিএসপিএ) ও দৈনিক ইত্তেফাকের ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ জান-ই-আলমের বাবা মোহাম্মদ দেলোয়ার হোসেনের মৃত্যুতে শোক জানিয়েছে ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসপিএ (বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন)।

শুক্রবার (১৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাধ্যমে সংগঠনটি শোক জানায়।

শোকবার্তায় বলা হয়েছে, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) সদস্য এবং দৈনিক ইত্তেফাকের ক্রীড়া প্রতিবেদক মোহাম্মদ জান-ই-আলমের বাবা মোহাম্মদ দেলোয়ার হোসেন আর আমাদের মাঝে নেই। তিনি ১৭ জুলাই ২০২০, রোজ শুক্রবার আনুমানিক সকাল ৯:০০ মিনিটে কুমিল্লায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

বিজ্ঞাপন

মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৬৭ বছর। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের মৃত্যুতে বিএসপিএ গভীর শোক প্রকাশ করছে এবং শোক সন্তপ্ত পরিবারকে এই শোক বহন করার শক্তি দেয়ার প্রার্থনা জানাচ্ছে।

ক্রীড়া সাংবাদিক বাবার মৃত্যু বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসিয়েশন বিএসপিএ বিএসপিএ'র শোক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর