বৃষ্টিমুখর দিনে ইনডোর অনুশীলনে টাইগাররা
২০ জুলাই ২০২০ ১৪:৫০
গতকাল মধ্যরাত থেকে সোমবার সকাল অবধি অঝোর ধারায় ঝরেছে শ্রাবণের বৃষ্টি। ১১টা নাগাদ থেমে গেলেও এখনো আকাশে মেঘেদের দাপট অব্যহত। আবার হয়ত আকাশের বুক চিরে নেমে আসবে। তবে এমন বৈরী আবহাওয়াতেও বিসিবি’র সূচি অনুযায়ী অনুশীলন চলেছে মিরপুর শের-ই-বাংলায়। যদিও দিনের পুরো সেশনই ইনডোরে সারতে হয়েছে। কেননা বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় একাডেমি মাঠে রানিং সম্ভবপর হয়ে ওঠেনি। টানা দ্বিতীয় দিনের মতো আজ অনুশীলন করেছেন মোহাম্মদ মিঠুন। মুশফিকুর রহিম ও শফিউল ইসলাম ছিলেন বিশ্রামে। আর শুরু করেছেন ইমরুল কায়েস।
করোনাকালে ক্রিকেটারদের আগ্রহে সাড়া দিয়ে রোববার (১৯ জুলাই) দেশের চার ভেন্যুতে অনুশীলনের ব্যবস্থা করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। ঢাকাস্থ আগ্রহী চার ক্রিকেটারের মধ্যে গতকাল অনুশীলন করেছেন মুশফিকুর রহিম, শফিউল ইসলম ও মোহাম্মদ মিঠুন। সোমবার (২০ জুলাই) থেকে শুরু করেছেন অভিজ্ঞ টাইগার ব্যাটসম্যান ইমরুল কায়েস।
বিসিবি থেকে দেওয়া সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত একাডেমির মাঠে ইমরুলের রানিংয়ের কথা ছিল। কিন্তু বৃষ্টি বাগড়ায় তা হয়ে উঠেনি। অগত্যা জিমেই ফিটনেস অনুশীলন করেছেন অভিজ্ঞ এই টাইগার ব্যাটসম্যান। আধা ঘণ্টা বিরতি নিয়ে ১১টা থেকে ইনডেোরে ব্যাটিং শুরু করেছেন, চলেছে দুপুর ১২টা পর্যন্ত।
এদিকে মোহাম্মদ মিঠুন দিনের শুরু করেছেন ব্যাটিং দিয়ে। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ব্যাটিং শেষে ১০টা ৫০-১১টা ৩০ পর্যন্ত করেছেন ফিটনেস অনুশীলন।
ইমরুল কায়েস বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল মোহাম্মদ মিঠুন