ঝুম বৃষ্টিতে রানিংয়ে ইমরুল-রানা
২১ জুলাই ২০২০ ১২:৪৪
সকাল থেকেই রাজধানীর আকাশের বুক চিরে ঝড়ছে বৃষ্টি। যেন থামার লক্ষণ নেই। আকাশে ঘন-কালো মেঘেদের যে আনাগোনা তাতে মনে হচ্ছে সারাদিন এভাবেই বিরামহীন ঝডরতে থাকবে। শুনলে অবাকই হবেন, বৃষ্টির এমন প্রবল দাপটের মধ্যেও মিরপুরে রানিং করেছেন ইমরুল কায়েস ও মেহেদী হাসান রানা। তাদের অদম্য ইচ্ছের কাছে পরাভূত হয়েছে শ্রাবণের ঝুম বৃষ্টি। জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে দুজনই প্রবল বৃষ্টির মধ্যেও রানিং সেরেছেন।
মঙ্গলবার (২১ জুলাই) ছিল ঢাকাস্থ ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের তৃতীয় দিন। মোট চার ক্রিকেটার অনুশীলন করেছেন এদিন। দিনের শুরুটা করেছেন শফিউল ইসলাম ও মুশফিকুর রহিম। এরপর যোগ দিয়েছেন ইমরুল কায়েস এবং মেহেদী হাসান রানা।
একাডেমির মাঠে সকাল সাড়ে নয়টায় শফিউল ইসলাম যখন রানিং শুরু করেছেন তখনও বৃষ্টির দাপট শুরু হয়নি। বিসিবি’র দেওয়া সিডিউল অনুযায়ী ৩০ মিনিট রানিং করে ফিরে গেছেন, লাল-সবুজের অভিজ্ঞ এই পেসার। শফিউল যখন শেষ করলেন এর কিছু সময় বাদে ইনডোরে ১ ঘণ্টা ব্যাটিংয়ে ঘাম ঝরিয়ে রানিং শুরু করলেন মুশফিক।
বৃষ্টি তখনো তার প্রাবল্য দেখাতে শুরু করেনি। কিন্তু মুশফিকের রানিং শেষে যখন ইমরুল কায়েস এলেন তখনই অঝোর ধারায় ঝরতে শুরু করলো।
ইমরুলের রানিং শেষে মেহেদি হাসান রানা শুরু করলেন চললো প্রায় আধাঘণ্টা অবধি।
প্রসঙ্গত, করোনাকালে ক্রিকেটারদের আগ্রহের প্রেক্ষিতে গত রোববার থেকে স্বাস্থ্যবিধি মেনে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসহ দেশের আরো তিন ভেন্যু; চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলনের ব্যবস্থা করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
প্রথম পর্বের এক সপ্তাহের এই অনুশীলন চলবে ২৬ জুলাই পর্যন্ত।
ইমরুল কায়েস বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বৃষ্টিতে অনুশীলন মেহেদী হাসান রানা